সিরিজ শুরু আজ

বিশ^কাপের দুঃখ পেছনে ফেলে এবার নতুনভাবে টি-২০ ক্রিকেটে পথচলা শুরু করছে স্বাগতিক ভারত-নিউজিল্যান্ড। আমিরাতের আসরে সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। আর ফাইনালে উঠে রানার্স-আপ হয় নিউজিল্যান্ড।

আজ জয়পুরে তিন টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে ভালো খেলতে চায় নিউজিল্যান্ড। কিন্তু ভারতের মাটিতে খেলাটা কঠিন বলে মনে করেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজটা নিঃসন্দেহে কঠিন এবং বড় পরীক্ষা হতে চলেছে। তবে আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। আশা করছি ভারতের বিপক্ষে দল ভাল ক্রিকেট উপহার দিতে সক্ষম হবে।’

অন্য দিকে বিশ^কাপে সুপার টুয়েলভ থেকেই মিশন শেষ করতে হয় ভারতকে। গ্রুপ পর্বে ৫ ম্যাচের তিনটি জিততে সক্ষম হয় দলটি। বিশ্বকাপে দুঃস্মৃতিকে ঝেড়ে ফেলে এবার নতুনভাবে পথচলা শুরু করছে ভারত।

নতুনভাবে পথ চলার শুরুতে বিশ্বকাপ দল ব্যাপক পরিবর্তন এনেছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক ও প্রধান কোচের পদে পরিবর্তন এসেছে। টি-২০ বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। দায়িত্ব পেয়েছে রোহিত শর্মা। আর চুক্তির মেয়াদ শেষ হবার পর প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ান রবি শাস্ত্রী। তার পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছে সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

ভারতকে নেতৃত্ব দেয়া অভিজ্ঞতা রোহিতের থাকলেও এবারই প্রথম জাতীয় দলের দায়িত্বে দ্রাবিড়।

টি-২০ সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া খেলবে নিউজিল্যান্ড। দলের সঙ্গে ভারতে এলেও দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা চিন্তা করে টি-২০তে বিশ্রাম দেয়া হয়েছে উইলিয়ামসনকে। সংক্ষিপ্ত ভার্সনে দলের অধিনায়কত্ব করবে টিম সাউদি। এদিকে, টি-২০ সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রামে থাকছে কোহলি।

এখন পর্যন্ত টি-২০তে ১৭ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ভারতের জয় ৮টি ও নিউজিল্যান্ডের জয় ৯টি। বিশ^কাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো টিম ইন্ডিয়া।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

ভারত- নিউজিল্যান্ড টি-২০

সিরিজ শুরু আজ

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ^কাপের দুঃখ পেছনে ফেলে এবার নতুনভাবে টি-২০ ক্রিকেটে পথচলা শুরু করছে স্বাগতিক ভারত-নিউজিল্যান্ড। আমিরাতের আসরে সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। আর ফাইনালে উঠে রানার্স-আপ হয় নিউজিল্যান্ড।

আজ জয়পুরে তিন টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে ভালো খেলতে চায় নিউজিল্যান্ড। কিন্তু ভারতের মাটিতে খেলাটা কঠিন বলে মনে করেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজটা নিঃসন্দেহে কঠিন এবং বড় পরীক্ষা হতে চলেছে। তবে আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। আশা করছি ভারতের বিপক্ষে দল ভাল ক্রিকেট উপহার দিতে সক্ষম হবে।’

অন্য দিকে বিশ^কাপে সুপার টুয়েলভ থেকেই মিশন শেষ করতে হয় ভারতকে। গ্রুপ পর্বে ৫ ম্যাচের তিনটি জিততে সক্ষম হয় দলটি। বিশ্বকাপে দুঃস্মৃতিকে ঝেড়ে ফেলে এবার নতুনভাবে পথচলা শুরু করছে ভারত।

নতুনভাবে পথ চলার শুরুতে বিশ্বকাপ দল ব্যাপক পরিবর্তন এনেছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক ও প্রধান কোচের পদে পরিবর্তন এসেছে। টি-২০ বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। দায়িত্ব পেয়েছে রোহিত শর্মা। আর চুক্তির মেয়াদ শেষ হবার পর প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ান রবি শাস্ত্রী। তার পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছে সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

ভারতকে নেতৃত্ব দেয়া অভিজ্ঞতা রোহিতের থাকলেও এবারই প্রথম জাতীয় দলের দায়িত্বে দ্রাবিড়।

টি-২০ সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া খেলবে নিউজিল্যান্ড। দলের সঙ্গে ভারতে এলেও দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা চিন্তা করে টি-২০তে বিশ্রাম দেয়া হয়েছে উইলিয়ামসনকে। সংক্ষিপ্ত ভার্সনে দলের অধিনায়কত্ব করবে টিম সাউদি। এদিকে, টি-২০ সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রামে থাকছে কোহলি।

এখন পর্যন্ত টি-২০তে ১৭ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ভারতের জয় ৮টি ও নিউজিল্যান্ডের জয় ৯টি। বিশ^কাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো টিম ইন্ডিয়া।