মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

আর্মি স্টেডিয়ামে চলমান তীর ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশীপে গতকাল দিনের শেষ ইভেন্ট রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিনশীপে প্রথমবারের মত কোন ইভেন্টের ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া। তীব্র প্রতিদ্বিতা শেষে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন।

পুরুষ দলগত ইভেন্টে বুধবার ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নশীপের ৪র্থ দিন সকালে মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহার সমন্বয়ে গড়া দল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সঙ্গে ড্র করে। পরবর্তীতে দলের প্রত্যেকে ১টি তীর ছুড়ে বাংলাদেশের স্কোর হয় ২৭ এবং ভারতের স্কোর হয় ২৭। উভয়ের স্কোর ২৭ হওয়ায় ভারতের দলীয় খেলোয়াড়দের তীর নিকটবর্তী হওয়ায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ^াস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের নিকট পরাজিত হয়।

কম্পাউন্ড পুুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আর্মি স্টেডিয়ামে চলমান তীর ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশীপে গতকাল দিনের শেষ ইভেন্ট রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিনশীপে প্রথমবারের মত কোন ইভেন্টের ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া। তীব্র প্রতিদ্বিতা শেষে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন।

পুরুষ দলগত ইভেন্টে বুধবার ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নশীপের ৪র্থ দিন সকালে মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহার সমন্বয়ে গড়া দল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সঙ্গে ড্র করে। পরবর্তীতে দলের প্রত্যেকে ১টি তীর ছুড়ে বাংলাদেশের স্কোর হয় ২৭ এবং ভারতের স্কোর হয় ২৭। উভয়ের স্কোর ২৭ হওয়ায় ভারতের দলীয় খেলোয়াড়দের তীর নিকটবর্তী হওয়ায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ^াস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের নিকট পরাজিত হয়।

কম্পাউন্ড পুুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।