পাখি রক্ষায় ব্যবস্থা নিন

শীত মৌসুম শুরু হলেই আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। প্রচন্ড শীত আর খাদ্য সংকটে অস্তিত্ব রক্ষায় হাজার মাইল পথ অতিক্রম করে ছুটে আসে আমাদের দেশে। দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ ঘটে তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সুনামগঞ্জের টাঙ্গুয়ান হাওর, নীলফামারীর নীলসাগর, বরিশালের দুর্গাসাগর, মীরপুর চিড়িয়াখানা লেক, নিঝুমদ্বীপ, কুতুবদিয়া, সিরাজগঞ্জের হুরাসহ বেশ কয়েকটি জায়গা উল্লেখ যোগ্য। শীতের রেষ কেটে গেলে আবার তারা ফিরে যায়।

পাখিরা প্রকৃতির প্রাণ। পাখিরা সবসময় নিরিবিলি পরিবেশ পছন্দ করে। পাখিদের যাতে কেউ বিরক্ত না করে সেজন্য জনসাধারণকে সচেতন করতে হবে। পাখিরা যে প্রকৃতি গড়ার কারিগর তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। এজন্য পোস্টার, ফেস্টুন, মাইকিং ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এছাড়া পাখি শিকার ও নিধনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখে। তাই পাখিদের রক্ষায় প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পাখি বিচরণের আশপাশ জনকোলাহলমুক্ত রাখতে হবে। প্রয়োজনে যানবাহনের চলাচলের সময় উচ্চস্বরে হর্ন বাজানো বন্ধ করতে হবে। সর্বোপরি সবাইকে সচেতন হতে হবে।

ইমন ইসলাম

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

পাখি রক্ষায় ব্যবস্থা নিন

image

শীত মৌসুম শুরু হলেই আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। প্রচন্ড শীত আর খাদ্য সংকটে অস্তিত্ব রক্ষায় হাজার মাইল পথ অতিক্রম করে ছুটে আসে আমাদের দেশে। দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ ঘটে তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সুনামগঞ্জের টাঙ্গুয়ান হাওর, নীলফামারীর নীলসাগর, বরিশালের দুর্গাসাগর, মীরপুর চিড়িয়াখানা লেক, নিঝুমদ্বীপ, কুতুবদিয়া, সিরাজগঞ্জের হুরাসহ বেশ কয়েকটি জায়গা উল্লেখ যোগ্য। শীতের রেষ কেটে গেলে আবার তারা ফিরে যায়।

পাখিরা প্রকৃতির প্রাণ। পাখিরা সবসময় নিরিবিলি পরিবেশ পছন্দ করে। পাখিদের যাতে কেউ বিরক্ত না করে সেজন্য জনসাধারণকে সচেতন করতে হবে। পাখিরা যে প্রকৃতি গড়ার কারিগর তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। এজন্য পোস্টার, ফেস্টুন, মাইকিং ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এছাড়া পাখি শিকার ও নিধনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখে। তাই পাখিদের রক্ষায় প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পাখি বিচরণের আশপাশ জনকোলাহলমুক্ত রাখতে হবে। প্রয়োজনে যানবাহনের চলাচলের সময় উচ্চস্বরে হর্ন বাজানো বন্ধ করতে হবে। সর্বোপরি সবাইকে সচেতন হতে হবে।

ইমন ইসলাম