আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার আন্দোলনে যোগ দেয়া তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছিলেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কলেজের সামনে কিছু শিক্ষার্থী প্রথমে সড়কে চলমান বাস থামিয়ে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেয়া হচ্ছে কি না চেক করতে শুরু করেন। পরে আরও শিক্ষার্থী যোগ দিলে সড়ক বন্ধ করে দেয়া হয়। ছাত্রলীগের ৩০-৩৫ জনের একটি দল সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসাদুজ্জামান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ বা ধাওয়া পাল্টা ধাওয়ার কোন তথ্য আমরা পাইনি। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।’

ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, পুলিশ আসার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। আধঘণ্টার মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও খবর

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

অর্ধেক বাসভাড়া

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ

নিজস্ব বার্তা পরিবেশক

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার আন্দোলনে যোগ দেয়া তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছিলেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কলেজের সামনে কিছু শিক্ষার্থী প্রথমে সড়কে চলমান বাস থামিয়ে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেয়া হচ্ছে কি না চেক করতে শুরু করেন। পরে আরও শিক্ষার্থী যোগ দিলে সড়ক বন্ধ করে দেয়া হয়। ছাত্রলীগের ৩০-৩৫ জনের একটি দল সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসাদুজ্জামান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ বা ধাওয়া পাল্টা ধাওয়ার কোন তথ্য আমরা পাইনি। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।’

ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, পুলিশ আসার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। আধঘণ্টার মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।