সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা শিথিলে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র

এক দেশের সাংবাদিকদের ওপর অন্য দেশের আরোপিত ভ্রমণ ও ভিসা নিষেধাজ্ঞা শিথিলে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বহুল প্রত্যাশিত ভার্চুয়াল সম্মেলনের এক দিনের মাথায় এই সম্মতি এসেছে।

এই সম্মতির ফলে দুই দেশের সাংবাদিকেরা উভয় দেশেই আরও স্বাধীনভাবে প্রবেশের সুযোগ পাবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, এই চুক্তি এক বছরেরও বেশি সময় ধরে চলা কঠিন দর কষাকষির ফলাফল।

চুক্তির আওতায় উভয় দেশই সাংবাদিকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে এক বছর করবে। তবে সেক্ষেত্রে সাংবাদিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। এছাড়া উভয় দেশই সাংবাদিকদের স্বাধীনভাবে দেশত্যাগ করতে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, তারা এ পদক্ষেপকে ‘উন্নতি’ হিসেবে স্বাগত জানাচ্ছে। তবে একে সাধারণ প্রাথমিক পদক্ষেপ হিসেবেই দেখছে তারা। সাংবাদিকদের কাজের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। গত বছরের ফেব্রুয়ারিতে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোকে ‘বিদেশি মিশন’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমগুলোর কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে।

এর এক মাসের মাথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় সংবাদমাধ্যমের ১৩ সাংবাদিককে বহিষ্কার করে।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা শিথিলে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র

এক দেশের সাংবাদিকদের ওপর অন্য দেশের আরোপিত ভ্রমণ ও ভিসা নিষেধাজ্ঞা শিথিলে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বহুল প্রত্যাশিত ভার্চুয়াল সম্মেলনের এক দিনের মাথায় এই সম্মতি এসেছে।

এই সম্মতির ফলে দুই দেশের সাংবাদিকেরা উভয় দেশেই আরও স্বাধীনভাবে প্রবেশের সুযোগ পাবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, এই চুক্তি এক বছরেরও বেশি সময় ধরে চলা কঠিন দর কষাকষির ফলাফল।

চুক্তির আওতায় উভয় দেশই সাংবাদিকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে এক বছর করবে। তবে সেক্ষেত্রে সাংবাদিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। এছাড়া উভয় দেশই সাংবাদিকদের স্বাধীনভাবে দেশত্যাগ করতে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, তারা এ পদক্ষেপকে ‘উন্নতি’ হিসেবে স্বাগত জানাচ্ছে। তবে একে সাধারণ প্রাথমিক পদক্ষেপ হিসেবেই দেখছে তারা। সাংবাদিকদের কাজের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। গত বছরের ফেব্রুয়ারিতে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোকে ‘বিদেশি মিশন’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমগুলোর কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে।

এর এক মাসের মাথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় সংবাদমাধ্যমের ১৩ সাংবাদিককে বহিষ্কার করে।