বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে তার কন্যার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বরিশালে সুধী সমাবেশে বলেন, একটি জাতিসত্তার বিকাশের জন্য সময়ের প্রয়োজন হয়। এজন্য প্রয়োজন হয় দীর্ঘ সময়ের। আবার সাহিত্য ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ছাড়া মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু বঙ্গবন্ধুর বহু মাত্রিক গুণের জন্য তিনি মাত্র ২৪ বছরেই বাঙালি সত্তার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছিলেন। ১৯৭১ সনের আগে চার হাজার বছরেও বাঙালি জাতি স্বশাসিত হতে পারেনি।

বঙ্গবন্ধুর নিরলস সংগ্রামের জন্যই আমরা দ্রুত স্বাধীনতা পেয়েছি। আর এখন তার কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নের জন্য বিনিয়োগের প্রধান শর্ত হচ্ছে একটি সুশৃঙ্খল সামাজিক রাষ্ট্র। বাংলাদেশকে সেই রাষ্ট্র করার জন্য আমরা অংশিদারিত্বের ভিত্তিতে সামাজিক পুলিশী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছি। সমাজের সব স্তরের মানুষকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

গতকাল দুপুরে বরিশাল নগরীর পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

বরিশালে আইজিপি বেনজীর আহমেদ

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে তার কন্যার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বরিশালে সুধী সমাবেশে বলেন, একটি জাতিসত্তার বিকাশের জন্য সময়ের প্রয়োজন হয়। এজন্য প্রয়োজন হয় দীর্ঘ সময়ের। আবার সাহিত্য ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ছাড়া মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু বঙ্গবন্ধুর বহু মাত্রিক গুণের জন্য তিনি মাত্র ২৪ বছরেই বাঙালি সত্তার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছিলেন। ১৯৭১ সনের আগে চার হাজার বছরেও বাঙালি জাতি স্বশাসিত হতে পারেনি।

বঙ্গবন্ধুর নিরলস সংগ্রামের জন্যই আমরা দ্রুত স্বাধীনতা পেয়েছি। আর এখন তার কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নের জন্য বিনিয়োগের প্রধান শর্ত হচ্ছে একটি সুশৃঙ্খল সামাজিক রাষ্ট্র। বাংলাদেশকে সেই রাষ্ট্র করার জন্য আমরা অংশিদারিত্বের ভিত্তিতে সামাজিক পুলিশী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছি। সমাজের সব স্তরের মানুষকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

গতকাল দুপুরে বরিশাল নগরীর পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।