বেফাঁস মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুশফিক

সংবাদ স্পোর্টস ডেস্ক : গত ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আলোচিত এই মন্তব্যটি করেছিলেন মুশফিক।

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারার পর সংবাদমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান। কাঠগড়ায় দাড় করান তিনি তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তখন দল ও ক্রিকেটারদের সমালোচনা হচ্ছিল প্রবল।

এসবের প্রসঙ্গেই সেদিন সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেরেছিলেন মুশফিক। এই বক্তব্য পরে হয়ে দাড়ায় আরও সমালোচনা ও ট্রলের উৎস। সেটি নিয়ে অবশেষে বুধবার আবার মুখ খোলেন তিনি।

‘আমি ইঙ্গিত দিতে চেয়েছি, শুধু আমি নই বা যারা বলেছেন, তারাই নয়, জাতি হিসেবে যদি আমরা সবাই নিজেদের একটু যদি আয়নার সামনে দেখতে পারি, সেটা মানুষ হিসেবেই উচিত। আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। সেদিক থেকে বলেছি।

‘এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি, সেক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।’

মুশফিকের মতে, বিশ্বকাপে দলের ব্যর্থতার অংশ শুধু ক্রিকেটাররা নয়, সংশ্লিষ্ট সবাই।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

বেফাঁস মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুশফিক

সংবাদ স্পোর্টস ডেস্ক : গত ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আলোচিত এই মন্তব্যটি করেছিলেন মুশফিক।

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারার পর সংবাদমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান। কাঠগড়ায় দাড় করান তিনি তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তখন দল ও ক্রিকেটারদের সমালোচনা হচ্ছিল প্রবল।

এসবের প্রসঙ্গেই সেদিন সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেরেছিলেন মুশফিক। এই বক্তব্য পরে হয়ে দাড়ায় আরও সমালোচনা ও ট্রলের উৎস। সেটি নিয়ে অবশেষে বুধবার আবার মুখ খোলেন তিনি।

‘আমি ইঙ্গিত দিতে চেয়েছি, শুধু আমি নই বা যারা বলেছেন, তারাই নয়, জাতি হিসেবে যদি আমরা সবাই নিজেদের একটু যদি আয়নার সামনে দেখতে পারি, সেটা মানুষ হিসেবেই উচিত। আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। সেদিক থেকে বলেছি।

‘এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি, সেক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।’

মুশফিকের মতে, বিশ্বকাপে দলের ব্যর্থতার অংশ শুধু ক্রিকেটাররা নয়, সংশ্লিষ্ট সবাই।