বঙ্গবন্ধু বাস্কেট বলে বাংলাদেশ জিতেছে

ক্রীড়া বার্তা পরিবেশক : চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা ৮৬-৬৫ পয়েন্টে মালদ্বীপকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ ৪৪-২৫ পয়েন্টে এগিয়েছিল। বাংলাদেশের তনু ২১, মিঠুন ১৯ ও আকাশ ১৬ পয়েন্ট এবং মালদ্বীপের ১৬, আহমদ ১৫ ও ইব্রাহিম ১৫ পয়েন্ট স্কোর করেন। দিনের অন্য খেলায় ভারত ১১৪- ৪৮ পয়েন্টে শ্রীলংকাকে হারিয়েছে। প্রথমার্ধে ভারত ৩০-১৭ পয়েন্ট এগিয়েছিল। ভারতের অমিজত সিং গিল ২৪, বিশেশ ব্রিগুভানসি ২২ এবং শ্রীলংকার সুপুন রুকস ৯, নিমেষ ফার্নান্দো ৮ পয়েন্ট স্কোর করেন।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধু বাস্কেট বলে বাংলাদেশ জিতেছে

ক্রীড়া বার্তা পরিবেশক : চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা ৮৬-৬৫ পয়েন্টে মালদ্বীপকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ ৪৪-২৫ পয়েন্টে এগিয়েছিল। বাংলাদেশের তনু ২১, মিঠুন ১৯ ও আকাশ ১৬ পয়েন্ট এবং মালদ্বীপের ১৬, আহমদ ১৫ ও ইব্রাহিম ১৫ পয়েন্ট স্কোর করেন। দিনের অন্য খেলায় ভারত ১১৪- ৪৮ পয়েন্টে শ্রীলংকাকে হারিয়েছে। প্রথমার্ধে ভারত ৩০-১৭ পয়েন্ট এগিয়েছিল। ভারতের অমিজত সিং গিল ২৪, বিশেশ ব্রিগুভানসি ২২ এবং শ্রীলংকার সুপুন রুকস ৯, নিমেষ ফার্নান্দো ৮ পয়েন্ট স্কোর করেন।