সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কম ছিল কাল। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার। এছাড়াও ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

এদিকে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩২৪ বারে ৬ হাজার ৫৯টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, রিজেন্ট টেক্সটাইল, পেনিনসুলা, রহিমা ফুড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যাইল ক্রাফট ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৩০ বারে ৩০ লাখ ৫৮ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৫ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৯ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৯ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, নাভানা সিএনজি, আফতাব অটোস, আলিফ ম্যানুফ্যাকচারিং, এমজেএলবিডি, স্যালভো কেমিক্যাল ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গতকাল ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ২ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৯৬ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইসিবি ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স, ইন্দোবাংলা ফার্মা, আইএফআইসি, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পেনিনসুলা, ফার্মা এইডস, রহিমা ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ , ৪ অগ্রহায়ণ ১৪২৮ ১৩ রবিউস সানি ১৪৪৩

সূচক বাড়লেও কমেছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কম ছিল কাল। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার। এছাড়াও ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

এদিকে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩২৪ বারে ৬ হাজার ৫৯টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, রিজেন্ট টেক্সটাইল, পেনিনসুলা, রহিমা ফুড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যাইল ক্রাফট ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৩০ বারে ৩০ লাখ ৫৮ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৫ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৯ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৯ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, নাভানা সিএনজি, আফতাব অটোস, আলিফ ম্যানুফ্যাকচারিং, এমজেএলবিডি, স্যালভো কেমিক্যাল ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গতকাল ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ২ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৯৬ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইসিবি ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স, ইন্দোবাংলা ফার্মা, আইএফআইসি, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পেনিনসুলা, ফার্মা এইডস, রহিমা ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।