যুবদল-মৎস্যজীবী দলের ধাওয়া পাল্টা ধাওয়া

পটুয়াখালী মহিলা দল আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা নিয়ে যুবদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়ায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । গত বুধবার দুপুর ১২টায় সেন্টারপারার বধুয়া কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় মহিলা দলের আফরোজা আব্বাস ও সেক্রেটারি সুলতানা আহাম্মেদ, জেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ চুন্নু মিয়া, সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টিসহ অন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। আহতরা হলো যুবদল ও মৎস্যজীবী দলের অভি, অপু ও সজল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলন শুরু হলে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করার সিরিয়াল নিয়ে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ভিপি শাহিনের সঙ্গে পৌর যুবদলের আহ্বায়ক আক্রাম সিকদারের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া চলে। পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ , ৪ অগ্রহায়ণ ১৪২৮ ১৩ রবিউস সানি ১৪৪৩

পটুয়াখালী মহিলা দল সম্মেলন

যুবদল-মৎস্যজীবী দলের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী মহিলা দল আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা নিয়ে যুবদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়ায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । গত বুধবার দুপুর ১২টায় সেন্টারপারার বধুয়া কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় মহিলা দলের আফরোজা আব্বাস ও সেক্রেটারি সুলতানা আহাম্মেদ, জেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ চুন্নু মিয়া, সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টিসহ অন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। আহতরা হলো যুবদল ও মৎস্যজীবী দলের অভি, অপু ও সজল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলন শুরু হলে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করার সিরিয়াল নিয়ে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ভিপি শাহিনের সঙ্গে পৌর যুবদলের আহ্বায়ক আক্রাম সিকদারের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া চলে। পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।