নতুন গেমিং পোর্টাল ‘গেমারসমোবি‘ চালু করল বাংলালিংক

বাংলালিংকের সেলফকেয়ার অ্যাপ মাইবিএল-এ চালু হয়েছে নতুন গেমিং পোর্টাল ‘গেমারসমোবি’। বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি মোবাইল গেম উপভোগের সুযোগ পাওয়া যাবে পোর্টালটিতে। পোর্টালটিতে গেমাররা অ্যাকশন, অ্যাডভেঞ্চার, আর্কেইড, পাজল, স্পোর্টস, স্ট্র্যাটেজি ও রেসিং এর মতো বিভিন্ন ধরনের গেম বিনামূল্যে উপভোগ করতে পারবে।

বাংলালিংকের স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর আহমেদ সাকিব বলেন, “বাংলালিংকের ডিজিটাল সেবার পরিসর বৃদ্ধির অংশ হিসেবে আমরা গেমারদের জন্যও বিভিন্ন নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসছি। এবার গেমারদেরকে খুব সহজে বহু সংখ্যক গেম উপভোগের সুযোগ দিতে ‘গেমারসমোবি’ পোর্টালটি চালু করেছি আমরা। আমরা আশা করছি, আমাদের আগের সব উদ্যোগের মতো এই উদ্যোগটিও গেমারদের কাছে গ্রহণযোগ্য হবে।”

মাইবিএল অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ , ৪ অগ্রহায়ণ ১৪২৮ ১৩ রবিউস সানি ১৪৪৩

নতুন গেমিং পোর্টাল ‘গেমারসমোবি‘ চালু করল বাংলালিংক

image

বাংলালিংকের সেলফকেয়ার অ্যাপ মাইবিএল-এ চালু হয়েছে নতুন গেমিং পোর্টাল ‘গেমারসমোবি’। বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি মোবাইল গেম উপভোগের সুযোগ পাওয়া যাবে পোর্টালটিতে। পোর্টালটিতে গেমাররা অ্যাকশন, অ্যাডভেঞ্চার, আর্কেইড, পাজল, স্পোর্টস, স্ট্র্যাটেজি ও রেসিং এর মতো বিভিন্ন ধরনের গেম বিনামূল্যে উপভোগ করতে পারবে।

বাংলালিংকের স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর আহমেদ সাকিব বলেন, “বাংলালিংকের ডিজিটাল সেবার পরিসর বৃদ্ধির অংশ হিসেবে আমরা গেমারদের জন্যও বিভিন্ন নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসছি। এবার গেমারদেরকে খুব সহজে বহু সংখ্যক গেম উপভোগের সুযোগ দিতে ‘গেমারসমোবি’ পোর্টালটি চালু করেছি আমরা। আমরা আশা করছি, আমাদের আগের সব উদ্যোগের মতো এই উদ্যোগটিও গেমারদের কাছে গ্রহণযোগ্য হবে।”

মাইবিএল অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।