ফুজিফিল্মের মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে জিএমই

জাপানের বিশ্বখ্যাত ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের অফিস মাল্টিফাংশন প্রিন্টার বাংলাদেশের বাজারে এনেছে জিএমই গ্রুপ। আগামী ডিসেম্বর থেকে প্রিন্টার দুটি দেশের বাজারে পাওয়া যাবে। এ উপলক্ষে ফুজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জিএমই গ্রুপ। গত বৃহস্পতিবার রাজধানীর নিকেতনে জিএমই গ্রুপের কার্যালয়ে মাল্টি ফাংশনাল দুটি নতুন মডেলের প্রিন্টার উদ্বোধন করেন ফুজিফিল্ম ও জিএমই গ্রুপের কর্মকর্তারা। মডেল দুটি হলো- এপিওস সি থ্রি টোয়েন্টি ফাইভ ডি ডব্লিউ এবং এপিওস সি থ্রি টোয়েন্টি ফাইভ জেড।

এ সময় উপস্থিত ছিলেন জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. চৌধুরী হাসান মাহমুদ, ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট কেন সুগিয়ামাসহ অন্য কর্মকর্তারা।

ডা. চৌধুরী হাসান মাহমুদ বলেন, ‘প্রিন্টার দুটি দেশের বাজারে প্রচলিত প্রিন্টারগুলোর চেয়ে উন্নত প্রযুক্তির ও মাল্টিফাংশনাল হওয়ায় গ্রাহকরা বহুমাত্রিক সুবিধা পাবেন। খুবই দ্রুতগতির হওয়ায় এগুলোর ব্যবহার সময় সাশ্রয়ী হবে। হালকা ও আকারে ৪০ শতাংশ ছোট হওয়ায় প্রিন্টার বসানোর জন্য জায়গায়ও কম লাগবে। এই প্রিন্টারের এক বছরের ওয়ারেন্টি থাকবে।’

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

ফুজিফিল্মের মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে জিএমই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

জাপানের বিশ্বখ্যাত ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের অফিস মাল্টিফাংশন প্রিন্টার বাংলাদেশের বাজারে এনেছে জিএমই গ্রুপ। আগামী ডিসেম্বর থেকে প্রিন্টার দুটি দেশের বাজারে পাওয়া যাবে। এ উপলক্ষে ফুজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জিএমই গ্রুপ। গত বৃহস্পতিবার রাজধানীর নিকেতনে জিএমই গ্রুপের কার্যালয়ে মাল্টি ফাংশনাল দুটি নতুন মডেলের প্রিন্টার উদ্বোধন করেন ফুজিফিল্ম ও জিএমই গ্রুপের কর্মকর্তারা। মডেল দুটি হলো- এপিওস সি থ্রি টোয়েন্টি ফাইভ ডি ডব্লিউ এবং এপিওস সি থ্রি টোয়েন্টি ফাইভ জেড।

এ সময় উপস্থিত ছিলেন জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. চৌধুরী হাসান মাহমুদ, ফুজিফিল্ম বিজনেস ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট কেন সুগিয়ামাসহ অন্য কর্মকর্তারা।

ডা. চৌধুরী হাসান মাহমুদ বলেন, ‘প্রিন্টার দুটি দেশের বাজারে প্রচলিত প্রিন্টারগুলোর চেয়ে উন্নত প্রযুক্তির ও মাল্টিফাংশনাল হওয়ায় গ্রাহকরা বহুমাত্রিক সুবিধা পাবেন। খুবই দ্রুতগতির হওয়ায় এগুলোর ব্যবহার সময় সাশ্রয়ী হবে। হালকা ও আকারে ৪০ শতাংশ ছোট হওয়ায় প্রিন্টার বসানোর জন্য জায়গায়ও কম লাগবে। এই প্রিন্টারের এক বছরের ওয়ারেন্টি থাকবে।’