ব্রিটিশ স্থাপত্য পুরস্কারের তালিকায় সাতক্ষীরার হাসপাতাল

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) ২০২১ সালের আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল। রিবার ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৮০ শয্যার ফ্রেন্ডশিপ কমিউনিটি হাসপাতালটির মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী শুধু স্থানীয় জনপদেরই দৃষ্টি আকর্ষণ করেনি দেশের সীমানা ছাড়িয়ে এর স্থাপত্যশৈলি নজর কেড়েছে ব্রিটেনের বিশিষ্ট স্থপতিদের। ব্রিটিনের স্থাপত্যকলা বিষয়ক সর্বোচ্চ সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবনের’ সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে শ্যামনগরের এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

ভবনটি নির্মাণ করেছে স্থাপত্য প্রতিষ্ঠান আরবানা। এই হাসপাতালের মূল আকর্ষণ হলো এর ভেতরে রয়েছে একটি আঁকাবাঁকা খাল। কাঠামো তৈরি করা হয়েছে স্থানীয় উপকরণ দিয়ে। নাগরিক সুবিধা বঞ্চিত এই উপজেলার মানুষদের কথা মাথায় রেখে ২০১৩ সালে নকশা তৈরি করেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। নকশা অনুমোদনের পর চার বছর সময় লাগে এর নির্মাণকাজ শেষ করতে। ২০১৮ সালের জুলাই মাসে চালু করা হয় এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

কাশেফ মাহবুব চৌধুরী বুয়েট থেকে ১৯৯৫ সালে স্থাপত?বিদ?্যায় লেখাপড়া শেষ করে ‘আরবানা’ নামের আর্কিটেক্ট ফার্ম প্রতিষ্ঠা করেন। এই হাসপাতাল নিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের স্থাপত্য নকশা বাড়ি বা অন্য ভবন থেকে আলাদা। রোগী ও চিকিৎসকদের চলাচল, খাবারদাবার পরিবহন এবং বর্জ্য অপসারণের মতো বিষয়গুলো বিবেচনায় রেখে এর নকশা তৈরি করা হয়েছে। বিষয়টি বাস্তবায়ন করা জটিল ছিল। তবে আমরা এমনভাবে এই কাজ করেছি যে কোনটির সঙ্গে কোনটি ক্রস করবে না। আবাসিক এলাকাও আলাদা করে দিয়েছি।’

তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘যে বাজেট দেয়া হয়েছিল, তা ছিল খুবই কম। আবার হাসপাতালের সব সুবিধাও থাকতে হবে। তাই মাথাটা একটু বেশি খাটাতে হয়েছে। এই স্থাপনাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব কম বাজেটের মধ্যে করা হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া উপকরণ, হাতে তৈরি ইট ব্যবহার করা হয়েছে।’

এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হওয়া এই স্থপতি রিবা আন্তর্জাতিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার বিষয় নিয়ে বলেন, ‘প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া যাচ্ছে এমন একটি স্থাপনার মাধ্যমে। বিষয়টি বিশ্বের নজরে এসেছে, এটাই বড় পাওয়া। এই কষ্ট সফল হয়েছে। ভালো লাগছে। চূড়ান্ত ঘোষণা যাই আসুক, আমি খুশি।’

ফ্রেন্ডশিপ হাসপাতাল সম্পর্কে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জুরি বোর্ড তাদের মূল্যায়নে লিখেছে, এই হাসপাতালের বারান্দাগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো-বাতাস হাসপাতালের কক্ষগুলোতে প্রবেশ করতে পারে। হাসপাতালের ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের পৃথক ভবনে চিকিৎসাসেবা দেয়া হয়। একটি ছোট কৃত্রিম খালের মাধ্যমে দুই ভবনের বিভাজন টানা হয়েছে। ওই এলাকার ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করেছে। সেই পানিতেই হাসপাতালের যাবতীয় কার্যক্রম চলে। এটিও বেশ ব্যতিক্রম। জুরি বোর্ডের মন্তব্য, গ্রামীণ অঞ্চলে চিকিৎসাকেন্দ্রগুলোর জন্য টেকসই ও সাশ্রয়ী নকশার উদাহরণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার এ হাসপাতালের।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর কুশলী স্থাপত্যের জন্য তিনটি স্থাপনাকে মনোনীত করেছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। সংক্ষিপ্ত তালিকার বাকি দুটি স্থাপনা হল জার্মানির বার্লিনের জেমস-সায়মন-গ্যালারি এবং ডেনমার্কের কোপেনহেগেনের লিলে ল্যাঞ্জেব্রো সেতু।

বিশ্বের ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নতুন স্থাপনা থেকে বাছাই করে এই সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে রিবা আন্তর্জাতিক পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড। দ্বিবার্ষিক এ পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২ ডিসেম্বর।

প্রতি দুই বছর পর পর সেরা স্থাপনার পুরস্কার দিয়ে থাকে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। যুক্তরাজ্যের বাইরের যেসব স্থাপনায় ‘নকশায় শ্রেষ্ঠত্ব এবং অর্থপূর্ণ সামাজিক প্রভাব’ রয়েছে সাধারণত তাদেরই এই পুরস্কার দেয়া হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকায় ফ্রেন্ডশিপ এই হাসপাতালের শুধু অবকাঠামো সৌন্দর্যই নয়, এই হাসপাতালের চিকিৎসা সেবার বিষয়টিও বিশেষভাবে এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে, এখানে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা দেয়া হয়। কোন চিকিৎসকই বাইরে থাকেন না। সব চিকিৎসকের হাসপাতালে থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে তিনটি অপারেশন থিয়েটার, নারী-পুরুষের ভিন্ন ওয়ার্ড, একটি লেবার ওটি। নিউনেটাল কেয়ার ইউনিটে ইনকিউবেটর সুবিধাসহ নবজাতকদের চিকিৎসা সেবা। রয়েছে দন্ত, ফিজিওথেরাপি ইউনিট, পেইন সেন্টার, গাইনি, সার্জারি ইউনিট, সার্ভিক্যাল ক্যান্সার ও ট্রিটমেন্ট সেন্টার। পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে আধুনিক ল্যাব।

এই হাসপাতালের আউটডোরে চিকিৎসকের ফি ১০০ টাকা। আর বিশেষজ্ঞ কনসালটেন্ট দেখানো যায় ৩০০ টাকায়। চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পেয়েছেন বলেও জানা যায়।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

ব্রিটিশ স্থাপত্য পুরস্কারের তালিকায় সাতক্ষীরার হাসপাতাল

নিজস্ব বার্তা পরিবেশক

image

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) ২০২১ সালের আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল। রিবার ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৮০ শয্যার ফ্রেন্ডশিপ কমিউনিটি হাসপাতালটির মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী শুধু স্থানীয় জনপদেরই দৃষ্টি আকর্ষণ করেনি দেশের সীমানা ছাড়িয়ে এর স্থাপত্যশৈলি নজর কেড়েছে ব্রিটেনের বিশিষ্ট স্থপতিদের। ব্রিটিনের স্থাপত্যকলা বিষয়ক সর্বোচ্চ সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবনের’ সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে শ্যামনগরের এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

ভবনটি নির্মাণ করেছে স্থাপত্য প্রতিষ্ঠান আরবানা। এই হাসপাতালের মূল আকর্ষণ হলো এর ভেতরে রয়েছে একটি আঁকাবাঁকা খাল। কাঠামো তৈরি করা হয়েছে স্থানীয় উপকরণ দিয়ে। নাগরিক সুবিধা বঞ্চিত এই উপজেলার মানুষদের কথা মাথায় রেখে ২০১৩ সালে নকশা তৈরি করেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। নকশা অনুমোদনের পর চার বছর সময় লাগে এর নির্মাণকাজ শেষ করতে। ২০১৮ সালের জুলাই মাসে চালু করা হয় এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

কাশেফ মাহবুব চৌধুরী বুয়েট থেকে ১৯৯৫ সালে স্থাপত?বিদ?্যায় লেখাপড়া শেষ করে ‘আরবানা’ নামের আর্কিটেক্ট ফার্ম প্রতিষ্ঠা করেন। এই হাসপাতাল নিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের স্থাপত্য নকশা বাড়ি বা অন্য ভবন থেকে আলাদা। রোগী ও চিকিৎসকদের চলাচল, খাবারদাবার পরিবহন এবং বর্জ্য অপসারণের মতো বিষয়গুলো বিবেচনায় রেখে এর নকশা তৈরি করা হয়েছে। বিষয়টি বাস্তবায়ন করা জটিল ছিল। তবে আমরা এমনভাবে এই কাজ করেছি যে কোনটির সঙ্গে কোনটি ক্রস করবে না। আবাসিক এলাকাও আলাদা করে দিয়েছি।’

তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘যে বাজেট দেয়া হয়েছিল, তা ছিল খুবই কম। আবার হাসপাতালের সব সুবিধাও থাকতে হবে। তাই মাথাটা একটু বেশি খাটাতে হয়েছে। এই স্থাপনাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব কম বাজেটের মধ্যে করা হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া উপকরণ, হাতে তৈরি ইট ব্যবহার করা হয়েছে।’

এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হওয়া এই স্থপতি রিবা আন্তর্জাতিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার বিষয় নিয়ে বলেন, ‘প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া যাচ্ছে এমন একটি স্থাপনার মাধ্যমে। বিষয়টি বিশ্বের নজরে এসেছে, এটাই বড় পাওয়া। এই কষ্ট সফল হয়েছে। ভালো লাগছে। চূড়ান্ত ঘোষণা যাই আসুক, আমি খুশি।’

ফ্রেন্ডশিপ হাসপাতাল সম্পর্কে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জুরি বোর্ড তাদের মূল্যায়নে লিখেছে, এই হাসপাতালের বারান্দাগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো-বাতাস হাসপাতালের কক্ষগুলোতে প্রবেশ করতে পারে। হাসপাতালের ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের পৃথক ভবনে চিকিৎসাসেবা দেয়া হয়। একটি ছোট কৃত্রিম খালের মাধ্যমে দুই ভবনের বিভাজন টানা হয়েছে। ওই এলাকার ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করেছে। সেই পানিতেই হাসপাতালের যাবতীয় কার্যক্রম চলে। এটিও বেশ ব্যতিক্রম। জুরি বোর্ডের মন্তব্য, গ্রামীণ অঞ্চলে চিকিৎসাকেন্দ্রগুলোর জন্য টেকসই ও সাশ্রয়ী নকশার উদাহরণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার এ হাসপাতালের।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর কুশলী স্থাপত্যের জন্য তিনটি স্থাপনাকে মনোনীত করেছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। সংক্ষিপ্ত তালিকার বাকি দুটি স্থাপনা হল জার্মানির বার্লিনের জেমস-সায়মন-গ্যালারি এবং ডেনমার্কের কোপেনহেগেনের লিলে ল্যাঞ্জেব্রো সেতু।

বিশ্বের ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নতুন স্থাপনা থেকে বাছাই করে এই সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে রিবা আন্তর্জাতিক পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড। দ্বিবার্ষিক এ পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২ ডিসেম্বর।

প্রতি দুই বছর পর পর সেরা স্থাপনার পুরস্কার দিয়ে থাকে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। যুক্তরাজ্যের বাইরের যেসব স্থাপনায় ‘নকশায় শ্রেষ্ঠত্ব এবং অর্থপূর্ণ সামাজিক প্রভাব’ রয়েছে সাধারণত তাদেরই এই পুরস্কার দেয়া হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকায় ফ্রেন্ডশিপ এই হাসপাতালের শুধু অবকাঠামো সৌন্দর্যই নয়, এই হাসপাতালের চিকিৎসা সেবার বিষয়টিও বিশেষভাবে এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে, এখানে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা দেয়া হয়। কোন চিকিৎসকই বাইরে থাকেন না। সব চিকিৎসকের হাসপাতালে থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে তিনটি অপারেশন থিয়েটার, নারী-পুরুষের ভিন্ন ওয়ার্ড, একটি লেবার ওটি। নিউনেটাল কেয়ার ইউনিটে ইনকিউবেটর সুবিধাসহ নবজাতকদের চিকিৎসা সেবা। রয়েছে দন্ত, ফিজিওথেরাপি ইউনিট, পেইন সেন্টার, গাইনি, সার্জারি ইউনিট, সার্ভিক্যাল ক্যান্সার ও ট্রিটমেন্ট সেন্টার। পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে আধুনিক ল্যাব।

এই হাসপাতালের আউটডোরে চিকিৎসকের ফি ১০০ টাকা। আর বিশেষজ্ঞ কনসালটেন্ট দেখানো যায় ৩০০ টাকায়। চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পেয়েছেন বলেও জানা যায়।