দানি অ্যালভেজ

কম পারিশ্রমিকেই বার্সায় খেলবেন অ্যালভেজ

বার্সেলোনা ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই একে বারে কম পারিশ্রমিকের বিনিময়ে খেলতে রাজী হয়েছেন দানি অ্যালভেজ। আর্থিক সঙ্কটের কারণে বার্সেলোনার পক্ষে নতুন করে কোন খেলোয়াড় দলে নেয়া সম্ভব ছিল না। কিন্তু অ্যালভেজ ভালোবাসার কারণে অর্থকে গুরুত্ব দিতে রাজী হননি। কোচ জাভি হার্নান্ডেজ এবং তার সহকারীরা দায়িত্ব নেয়ার পর তাদের বেতন-ভাতা দিতেই সমস্যায় পড়েছে বার্সেলোনা। কোচিং স্টাফের পেছনে বার্সেলোনার ব্যয় হবে ৩৯ লাখ ইউরো। এ অর্থ ব্যয়ের পর আর বেতন-ভাতা খাতে ব্যয়ের কোন সুযোগ থাকে না বার্সেলোনার। কিন্তু অ্যালভেজ জানিয়েছেন, তিনি বার্সেলোনায় ফেরার জন্য অর্থের কথা ভাবেননি। ৩৮ বছর বয়সী অ্যালভেজ বার্সেলোনায় খেলার জন্য বার্ষিক ১ লাখ ৫৫ হাজার ইউরো পারিশ্রমিক পাবেন। যা তার প্রকৃত পারিশ্রমিকের চেয়ে অনেক কম। জাভি হার্নান্ডেজ কোচ হওয়ার পরই অ্যালভেজকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। তখনই সমস্যা হয়ে দেখা দেয় বার্সেলোনার আর্থিক সমস্যা। সে সমস্যার সমাধান করে দেন অ্যালভেজ নিজেই। বার্সেলোনা যে পরিমাণ পারিশ্রমিক দিতে পারবে ঠিক সে পরিমাণ অর্থই তিনি নেবেন। অ্যালভেজ বার্সেলোনায় যোগ দিলেও জানুয়ারি মাসের আগে তিনি মাঠে নামতে পারবেন না।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

দানি অ্যালভেজ

কম পারিশ্রমিকেই বার্সায় খেলবেন অ্যালভেজ

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বার্সেলোনা ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই একে বারে কম পারিশ্রমিকের বিনিময়ে খেলতে রাজী হয়েছেন দানি অ্যালভেজ। আর্থিক সঙ্কটের কারণে বার্সেলোনার পক্ষে নতুন করে কোন খেলোয়াড় দলে নেয়া সম্ভব ছিল না। কিন্তু অ্যালভেজ ভালোবাসার কারণে অর্থকে গুরুত্ব দিতে রাজী হননি। কোচ জাভি হার্নান্ডেজ এবং তার সহকারীরা দায়িত্ব নেয়ার পর তাদের বেতন-ভাতা দিতেই সমস্যায় পড়েছে বার্সেলোনা। কোচিং স্টাফের পেছনে বার্সেলোনার ব্যয় হবে ৩৯ লাখ ইউরো। এ অর্থ ব্যয়ের পর আর বেতন-ভাতা খাতে ব্যয়ের কোন সুযোগ থাকে না বার্সেলোনার। কিন্তু অ্যালভেজ জানিয়েছেন, তিনি বার্সেলোনায় ফেরার জন্য অর্থের কথা ভাবেননি। ৩৮ বছর বয়সী অ্যালভেজ বার্সেলোনায় খেলার জন্য বার্ষিক ১ লাখ ৫৫ হাজার ইউরো পারিশ্রমিক পাবেন। যা তার প্রকৃত পারিশ্রমিকের চেয়ে অনেক কম। জাভি হার্নান্ডেজ কোচ হওয়ার পরই অ্যালভেজকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। তখনই সমস্যা হয়ে দেখা দেয় বার্সেলোনার আর্থিক সমস্যা। সে সমস্যার সমাধান করে দেন অ্যালভেজ নিজেই। বার্সেলোনা যে পরিমাণ পারিশ্রমিক দিতে পারবে ঠিক সে পরিমাণ অর্থই তিনি নেবেন। অ্যালভেজ বার্সেলোনায় যোগ দিলেও জানুয়ারি মাসের আগে তিনি মাঠে নামতে পারবেন না।