মোংলায় কার্গোডুবি আরও ১ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজের শ্রমিক রবিউল (১৮) এর মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও ২ জন নিখোঁজ রয়েছে। গত শুক্রবার বিকেলে পশুর নদীর হাড়বাড়িয়া থেকে ভাটার দিকে নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ফারদিন-১ এর নিখোঁজ পাঁচজনের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার হলো।

১৫ নভেম্ব^র রাতে ডুবে যাওয়া কার্গো জাহাজের এখনও দু’জন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া মৃত রবিউলের দুলাভাই নান্না মিয়া গতকাল জানান, ‘আমার শ্যালক রবিউল (১৮) ও শ্বশুর মহিউদ্দীন (৬০) ডুবে যাওয়া কার্গো জাহাজে চাকরি করতেন।

হাড়বাড়িয়া এলাকা থেকে দক্ষিণে হিরণপয়েন্টের কাছাকাছি এলাকায় মৃতদেহটি ভেসে ওঠে। জেলেদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে আনা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কার্গোর সুকানি মহিউদ্দিন ও গ্রিজার নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

মোংলায় কার্গোডুবি আরও ১ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজের শ্রমিক রবিউল (১৮) এর মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও ২ জন নিখোঁজ রয়েছে। গত শুক্রবার বিকেলে পশুর নদীর হাড়বাড়িয়া থেকে ভাটার দিকে নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ফারদিন-১ এর নিখোঁজ পাঁচজনের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার হলো।

১৫ নভেম্ব^র রাতে ডুবে যাওয়া কার্গো জাহাজের এখনও দু’জন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া মৃত রবিউলের দুলাভাই নান্না মিয়া গতকাল জানান, ‘আমার শ্যালক রবিউল (১৮) ও শ্বশুর মহিউদ্দীন (৬০) ডুবে যাওয়া কার্গো জাহাজে চাকরি করতেন।

হাড়বাড়িয়া এলাকা থেকে দক্ষিণে হিরণপয়েন্টের কাছাকাছি এলাকায় মৃতদেহটি ভেসে ওঠে। জেলেদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে আনা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় কার্গোর সুকানি মহিউদ্দিন ও গ্রিজার নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়।