ইউপি নির্বাচনে থামছে না সহিংসতা

হোমনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আহত ১০

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমপাশে প্রগতি মেডিকেল হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ প্রার্থী সাইদুর আলম অপুকে উদ্ধার করে হেফাজতে নিয়ে চিকিৎসা প্রদান করেন। সে ঘারমোড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে বিকালেও মনিপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইদুর আলম অপুর নির্বাচনী প্রচরণাকালে আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়।

আহতদের মধ্যে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর আলম অপু’র নির্বাচনী পথ সভা ছিলো ইউনিয়নের মনিপুর বাজারে। সেখানে পুলিশ প্রশাসনের পুর্বানুমতি না থাকায় পুলিশি বাধার কারণে তিনি পথসভা পন্ড করে বাড়িতে ফিরে যাচ্ছিলো।

এদিকে একই সময় ওই বাজারে ইউনিয়ন যুবলীগেরও মিটিং ছিলো । এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নৌকার আহত সমর্থক ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আমির হোসেন জিল্লু জানায়, মনিপুর বাজারে আমাদের ঘারমোড়া ইউনিয়ন যুবলীগের মিটিং ছিলো। সেখানে স্বতন্ত্র প্রার্থী অপুর লোক এসে বলে নৌকা চলবে না, ঘোড়া চলবে, এই বলেই হামলা চালায়। এতে আমরা ৬জন আহত হই।

তবে স্বতন্ত্র প্রার্থী অপু অভিযোগ অস্বীকার করে সংবাদকে জানায়, নৌকার সমর্থকরা অতর্কিতে আমার কর্মী-সমর্থকদের হামলা চালায়। ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখুন।

ঘটনার বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ

পাথরঘাটায় ভয়ে মাঠে নামতে পারছেনা

সদস্য প্রার্থী

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আপেল প্রতীকের প্রার্থী মো. ছগির আলম মোরগ প্রতীকের প্রার্থী মো. জাহারুল শিকদার ও তার কর্মীদের ভয়ে মাঠে নামতে পারছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ভুক্তভোগী ছগির আলম গতকাল পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত ও মৌখিক অভিযোগে তিনি বলেন, এখন পর্যন্ত তার কোন কর্মী মাঠে নামতে পারেনি ।

ছগির আলম বলেন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহারুল শিকদার ও তার বহিরাগত কর্মীবাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে গিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি জাহারুল শিকদারের ছেলে বাবু শিকদারের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের খুন-জখমের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছে।

এছাড়া প্রতিনিয়ত গ্রামের পথ ধরে একদল বহিরাগতরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে এতে সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। যা নির্বাচন আচরণবিধি লংঘন। এ ঘটনায় গত ১৫ নভেম্বর রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এব্যাপারে জাহারুল শিকদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এসকল অভিযোগ ঠিক নয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে আছেন এবং তিনি ৫প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা মাইক ভাঙচুর

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

চলমান ইউপি নির্বাচনে ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় প্রচার মাইকও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আবু জাফর কালীগঞ্জ উপজেলা রিটার্র্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, চলতি ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে আনারস প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। কিন্তু যখনই প্রচার মাইক বের করা হচ্ছে। তখনই প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে। গতদিন প্রার্থীর অনুসারী ঘোপপাড়া গ্রামের তুষার ও আলামিন আমার প্রচার মাইকে বাধা ও বন্ধ রাখতে হুমকি দেয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে প্রচার মাইকটি সাতগাছীয়া গ্রামের মধ্যে প্রচারে গেলে তেতুলবাড়িয়া গ্রামের রোকনের নেতৃত্বে অজ্ঞাত ১০-১৫ জন কর্মী আবার হামলা চালায়। তবে অভিযুক্ত রোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের বিধি লঙ্ঘন করে আনারসের পোস্টার দেয়ালে সাটাচ্ছিল। এটা নিষেধ করাতে কিছুটা বাগবিত-ার সৃষ্টি হয়। তাছাড়া কিছুই না।

বদলগাছীর কোলা ইউপিতে

চেয়ারম্যান প্রার্থী ১২

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে এক জন আওয়ামী লীগ এর দলীয় প্রার্থী আর অন্য ১১ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এক জন রয়েছে নারী প্রার্থী। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১২ জন প্রর্থী থাকায় ভোটারদের কদর বেড়েছে। প্রার্থীরাও এলাকার জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

ইউপি নির্বাচনে থামছে না সহিংসতা

হোমনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আহত ১০

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমপাশে প্রগতি মেডিকেল হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ প্রার্থী সাইদুর আলম অপুকে উদ্ধার করে হেফাজতে নিয়ে চিকিৎসা প্রদান করেন। সে ঘারমোড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে বিকালেও মনিপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইদুর আলম অপুর নির্বাচনী প্রচরণাকালে আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়।

আহতদের মধ্যে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর আলম অপু’র নির্বাচনী পথ সভা ছিলো ইউনিয়নের মনিপুর বাজারে। সেখানে পুলিশ প্রশাসনের পুর্বানুমতি না থাকায় পুলিশি বাধার কারণে তিনি পথসভা পন্ড করে বাড়িতে ফিরে যাচ্ছিলো।

এদিকে একই সময় ওই বাজারে ইউনিয়ন যুবলীগেরও মিটিং ছিলো । এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নৌকার আহত সমর্থক ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আমির হোসেন জিল্লু জানায়, মনিপুর বাজারে আমাদের ঘারমোড়া ইউনিয়ন যুবলীগের মিটিং ছিলো। সেখানে স্বতন্ত্র প্রার্থী অপুর লোক এসে বলে নৌকা চলবে না, ঘোড়া চলবে, এই বলেই হামলা চালায়। এতে আমরা ৬জন আহত হই।

তবে স্বতন্ত্র প্রার্থী অপু অভিযোগ অস্বীকার করে সংবাদকে জানায়, নৌকার সমর্থকরা অতর্কিতে আমার কর্মী-সমর্থকদের হামলা চালায়। ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখুন।

ঘটনার বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ

পাথরঘাটায় ভয়ে মাঠে নামতে পারছেনা

সদস্য প্রার্থী

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আপেল প্রতীকের প্রার্থী মো. ছগির আলম মোরগ প্রতীকের প্রার্থী মো. জাহারুল শিকদার ও তার কর্মীদের ভয়ে মাঠে নামতে পারছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ভুক্তভোগী ছগির আলম গতকাল পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত ও মৌখিক অভিযোগে তিনি বলেন, এখন পর্যন্ত তার কোন কর্মী মাঠে নামতে পারেনি ।

ছগির আলম বলেন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহারুল শিকদার ও তার বহিরাগত কর্মীবাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে গিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি জাহারুল শিকদারের ছেলে বাবু শিকদারের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের খুন-জখমের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছে।

এছাড়া প্রতিনিয়ত গ্রামের পথ ধরে একদল বহিরাগতরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে এতে সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। যা নির্বাচন আচরণবিধি লংঘন। এ ঘটনায় গত ১৫ নভেম্বর রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এব্যাপারে জাহারুল শিকদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এসকল অভিযোগ ঠিক নয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে আছেন এবং তিনি ৫প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা মাইক ভাঙচুর

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

চলমান ইউপি নির্বাচনে ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় প্রচার মাইকও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আবু জাফর কালীগঞ্জ উপজেলা রিটার্র্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, চলতি ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে আনারস প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। কিন্তু যখনই প্রচার মাইক বের করা হচ্ছে। তখনই প্রতিপক্ষরা হামলা চালাচ্ছে। গতদিন প্রার্থীর অনুসারী ঘোপপাড়া গ্রামের তুষার ও আলামিন আমার প্রচার মাইকে বাধা ও বন্ধ রাখতে হুমকি দেয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে প্রচার মাইকটি সাতগাছীয়া গ্রামের মধ্যে প্রচারে গেলে তেতুলবাড়িয়া গ্রামের রোকনের নেতৃত্বে অজ্ঞাত ১০-১৫ জন কর্মী আবার হামলা চালায়। তবে অভিযুক্ত রোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের বিধি লঙ্ঘন করে আনারসের পোস্টার দেয়ালে সাটাচ্ছিল। এটা নিষেধ করাতে কিছুটা বাগবিত-ার সৃষ্টি হয়। তাছাড়া কিছুই না।

বদলগাছীর কোলা ইউপিতে

চেয়ারম্যান প্রার্থী ১২

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে এক জন আওয়ামী লীগ এর দলীয় প্রার্থী আর অন্য ১১ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এক জন রয়েছে নারী প্রার্থী। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১২ জন প্রর্থী থাকায় ভোটারদের কদর বেড়েছে। প্রার্থীরাও এলাকার জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।