৮৫ মিনিটের জন্যে মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস

৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসার নজির গড়েছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের কোলনস্কপির সময় তার দায়িত্ব সামলান কমলা।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, কোলনস্কপির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে যখন অ্যানেস্থেশিয়া দেয়া হয় তখন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তার রানিং মেট কমলা। ৭৯ বছর বয়সী বাইডেনকে চিকিৎসার জন্য ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে অ্যানেস্থেশিয়া নিলেন তিনি। চিকিৎসার পর বাইডেন হাত নাড়িয়ে জানান, তিনি খুব ভালো অনুভব করছেন।

যুক্তরাষ্ট্রে কারো অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবারই প্রথম নয়। জর্জ ডব্লিউ বুশ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ২০০২ ও ২০০৭ সালে দুবার এমন ঘটনা ঘটেছে। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে কোনো নারীর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবারই প্রথম। ক্ষণিকের জন্য প্রেসিডেন্টের চেয়ারে বসে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় হিসেবে আরও একটি নজির গড়লেন মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

এর আগে আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন জো বাইডেনের কমলা হ্যারিস। একই সঙ্গে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনি। ক্যালিফোর্নিয়ার এই সিনেটর ৫৬ বছর বয়সী কমলার নানা বাড়ি তামিলনাড়–র তিরুভারু জেলার থুলোসেন্দ্রাপুরমে। তার মা শ্যামলা গোপালন এই গ্রামেই থাকতেন এক সময়। বাবা জ্যামাইকান। দুজনেই যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত সিনেটর। প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিলেন তিনি।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

৮৫ মিনিটের জন্যে মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস

image

৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসার নজির গড়েছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের কোলনস্কপির সময় তার দায়িত্ব সামলান কমলা।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, কোলনস্কপির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে যখন অ্যানেস্থেশিয়া দেয়া হয় তখন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তার রানিং মেট কমলা। ৭৯ বছর বয়সী বাইডেনকে চিকিৎসার জন্য ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে অ্যানেস্থেশিয়া নিলেন তিনি। চিকিৎসার পর বাইডেন হাত নাড়িয়ে জানান, তিনি খুব ভালো অনুভব করছেন।

যুক্তরাষ্ট্রে কারো অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবারই প্রথম নয়। জর্জ ডব্লিউ বুশ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ২০০২ ও ২০০৭ সালে দুবার এমন ঘটনা ঘটেছে। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে কোনো নারীর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবারই প্রথম। ক্ষণিকের জন্য প্রেসিডেন্টের চেয়ারে বসে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় হিসেবে আরও একটি নজির গড়লেন মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

এর আগে আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন জো বাইডেনের কমলা হ্যারিস। একই সঙ্গে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনি। ক্যালিফোর্নিয়ার এই সিনেটর ৫৬ বছর বয়সী কমলার নানা বাড়ি তামিলনাড়–র তিরুভারু জেলার থুলোসেন্দ্রাপুরমে। তার মা শ্যামলা গোপালন এই গ্রামেই থাকতেন এক সময়। বাবা জ্যামাইকান। দুজনেই যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত সিনেটর। প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিলেন তিনি।