রাজধানীতে ২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধার

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-সোহেল রানা ও হাবিবুর রহমান। গতকাল দারুস সালাম থানার আওতাধীন সোসাইটি এলাকার একটি বাসা থেকে খাঁচাবন্দি এসব কবুতর উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত আটটায় তার ভাড়া বাসা তালাবন্ধ করে কাজে যান। পরেরদিন সকালে এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে তার কাছে থাকা ১০০ রেসার কবুতরের মধ্যে ৩২টি রেসার কবুতর নিখোঁজ দেখতে পান। তিনি ধারণা করেন অজ্ঞাত কেউ এটি চুরি করেছে। মামলার এজাহারে ৩২টি কবুতরের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাজিরুর রহমান বলেন, থানায় মামলার হওয়ার পর বাদীর কাছ থেকে কিছু তথ্য নেয়া হয়। বাদী জানান, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য তার কাছে এসেছিলেন। কিন্তু তিনি কবুতর না ক্রয় করে চলে যান। সন্দেহের তীর সেখানে রেখেই লক্ষ্যের দিকে এগোনো হয়। এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরির বিষয়টি। এরপর অভিযান চালানো হয় দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায়। উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। আর গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও হাবিবুর রহমানকে।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

রাজধানীতে ২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-সোহেল রানা ও হাবিবুর রহমান। গতকাল দারুস সালাম থানার আওতাধীন সোসাইটি এলাকার একটি বাসা থেকে খাঁচাবন্দি এসব কবুতর উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত আটটায় তার ভাড়া বাসা তালাবন্ধ করে কাজে যান। পরেরদিন সকালে এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে তার কাছে থাকা ১০০ রেসার কবুতরের মধ্যে ৩২টি রেসার কবুতর নিখোঁজ দেখতে পান। তিনি ধারণা করেন অজ্ঞাত কেউ এটি চুরি করেছে। মামলার এজাহারে ৩২টি কবুতরের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাজিরুর রহমান বলেন, থানায় মামলার হওয়ার পর বাদীর কাছ থেকে কিছু তথ্য নেয়া হয়। বাদী জানান, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য তার কাছে এসেছিলেন। কিন্তু তিনি কবুতর না ক্রয় করে চলে যান। সন্দেহের তীর সেখানে রেখেই লক্ষ্যের দিকে এগোনো হয়। এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরির বিষয়টি। এরপর অভিযান চালানো হয় দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায়। উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। আর গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও হাবিবুর রহমানকে।