চেষ্টা করব ৩-০তে সিরিজ শেষ করতে : ফখর

বিশ্বকাপে দুই দলের যা পারফরম্যান্স, তাতে এই সিরিজে পাকিস্তানের জিততে না পারাটাই হতো অবাক করার মতো। তেমন অপ্রত্যাশিত কিছু ঘটেওনি।

প্রথম ম্যাচে যদিও লড়াই বেশ জমাতে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষের ৩ ওভার আগ পর্যন্তও ম্যাচে সম্ভব ছিল যে কোনো ফলই। তবে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে নেয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে তেমন লড়াই করতেই পারেনি বাংলাদেশ ।

ম্যাচ শেষে পাকিস্তানের ব্যাটসম্যান ফখর আজম বললেন, এখন তারা সামনে তাকিয়ে পরের লক্ষ্য পূরণের দিকে।

‘দেশের বাইরে খেললে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তৃতীয় ম্যাচ জিততে এবং ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে।, ফখর বললেন, উইকেটের আচরণ বুঝেই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করার চেষ্টা করেছেন তারা।

‘উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল। তারপরও আমাদের জন্য খুব আদর্শ উইকেট ছিল না। উইকেটের আচরণ যেমন ছিল, তাতে শুরুতে কাজটা সহজ ছিল না। শট খেলা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি জুটি গড়তে। সেটায় আমরা সফল হয়েছি এবং জিততে পেরেছি।’

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

ফখর জামান

চেষ্টা করব ৩-০তে সিরিজ শেষ করতে : ফখর

ক্রীড়া বার্তা পারিবেশক

বিশ্বকাপে দুই দলের যা পারফরম্যান্স, তাতে এই সিরিজে পাকিস্তানের জিততে না পারাটাই হতো অবাক করার মতো। তেমন অপ্রত্যাশিত কিছু ঘটেওনি।

প্রথম ম্যাচে যদিও লড়াই বেশ জমাতে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষের ৩ ওভার আগ পর্যন্তও ম্যাচে সম্ভব ছিল যে কোনো ফলই। তবে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে নেয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে তেমন লড়াই করতেই পারেনি বাংলাদেশ ।

ম্যাচ শেষে পাকিস্তানের ব্যাটসম্যান ফখর আজম বললেন, এখন তারা সামনে তাকিয়ে পরের লক্ষ্য পূরণের দিকে।

‘দেশের বাইরে খেললে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তৃতীয় ম্যাচ জিততে এবং ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে।, ফখর বললেন, উইকেটের আচরণ বুঝেই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করার চেষ্টা করেছেন তারা।

‘উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল। তারপরও আমাদের জন্য খুব আদর্শ উইকেট ছিল না। উইকেটের আচরণ যেমন ছিল, তাতে শুরুতে কাজটা সহজ ছিল না। শট খেলা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি জুটি গড়তে। সেটায় আমরা সফল হয়েছি এবং জিততে পেরেছি।’