ছিন্নমূল মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন

দেশের বিভিন্ন স্থানে শীত জেঁকে বসেছে। আর হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। শহরে অনুভব করা না গেলেও গ্রামাঞ্চলে শীত চলে এসেছে বললেই চলে। শীত মানে বাড়তি কাপড়। বাড়তি জামা। বাড়তি পোশাক। শীতকালে সবচেয়ে সমস্যায় পড়ে দেশের দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীত এলেই এই অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। শুধু তাই নয় সেই সঙ্গে ডায়রিয়া, জ্বর, হাঁচি, কাশি, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয় শিশুসহ অনেকেই।

শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ছিন্নমূল মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে অনেক বড় পাওয়া। রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরের ফুটপাতগুলোতে বেড়ে যাচ্ছে ঠিকানাবিহীন এসব অসহায় মানুষের সংখ্যা। তাই ধনবানেরা ইচ্ছে করলেই তাদের নিজস্ব সম্পদ থেকে এসব ছিন্নমূলদের শীতের কাপড় দিয়ে সহযোগিতা করতে পারেন। আর আমরাও ইচ্ছে করলে একদিনের খরচ কমিয়ে প্রতি বছর অন্তত একজনকে হলেও একটা শীতের কাপড় উপহার দিতে পারি।

হাসানুল বান্না অলি

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

ছিন্নমূল মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন

দেশের বিভিন্ন স্থানে শীত জেঁকে বসেছে। আর হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। শহরে অনুভব করা না গেলেও গ্রামাঞ্চলে শীত চলে এসেছে বললেই চলে। শীত মানে বাড়তি কাপড়। বাড়তি জামা। বাড়তি পোশাক। শীতকালে সবচেয়ে সমস্যায় পড়ে দেশের দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীত এলেই এই অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। শুধু তাই নয় সেই সঙ্গে ডায়রিয়া, জ্বর, হাঁচি, কাশি, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয় শিশুসহ অনেকেই।

শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ছিন্নমূল মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে অনেক বড় পাওয়া। রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরের ফুটপাতগুলোতে বেড়ে যাচ্ছে ঠিকানাবিহীন এসব অসহায় মানুষের সংখ্যা। তাই ধনবানেরা ইচ্ছে করলেই তাদের নিজস্ব সম্পদ থেকে এসব ছিন্নমূলদের শীতের কাপড় দিয়ে সহযোগিতা করতে পারেন। আর আমরাও ইচ্ছে করলে একদিনের খরচ কমিয়ে প্রতি বছর অন্তত একজনকে হলেও একটা শীতের কাপড় উপহার দিতে পারি।

হাসানুল বান্না অলি

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়