নারায়ণগঞ্জে ‘বঙ্গবন্ধু তোরণ’ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশপথে নির্মিত ‘বঙ্গবন্ধু তোরণ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

তোরণ উদ্বোধনকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এ তোরণের মাধ্যমে ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকা- টেরাকোটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করবে। এ তোরণটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণাধীন ডিসি থিম পার্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ডিসি থিম পার্কটি নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও ইকোট্যুরিজমের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে।

এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোহান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান প্রমুখ।

সোমবার, ২২ নভেম্বর ২০২১ , ৭ অগ্রহায়ণ ১৪২৮ ১৬ রবিউস সানি ১৪৪৩

নারায়ণগঞ্জে ‘বঙ্গবন্ধু তোরণ’ উদ্বোধন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশপথে নির্মিত ‘বঙ্গবন্ধু তোরণ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

তোরণ উদ্বোধনকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এ তোরণের মাধ্যমে ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকা- টেরাকোটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করবে। এ তোরণটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণাধীন ডিসি থিম পার্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ডিসি থিম পার্কটি নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও ইকোট্যুরিজমের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে।

এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোহান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান প্রমুখ।