ছিটমহল নিয়ে ‘জাগরণ’

ছিটমহল সমস্যা তৈরি হয় অখণ্ড ভারত খণ্ড করার সময়ই। গোড়ায় গলদটা রেখে যান ব্রিটিশ সিরিল র‌্যাডক্লিফ। সৃষ্টি করেন এক অসহনীয় মানবিক সমস্যার। ভারতের ভেতর বাংলাদেশ আর বাংলাদেশের ভেতরে ভারত। নানান চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই সমস্যার সমাধান হয়। আর প্রতিবেশী ছিটমহলবাসীরা ফিরে পায় এক নতুন জীবন। সেই ছিটমহল সমস্যা ও সমাধানের গল্প নিয়ে জাহিদ হোসেন নিজের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘জাগরণ’।

সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার ও সামসুদ্দিন টিপু। জাহাঙ্গীর শিকদার ও সামসুদ্দিন টিপু জানান, শিগগিরই ঢাকার বাইরে মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। সিনেমাটির জন্য গান রচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বলেন, ‘ছিটমহল নিয়ে একটি অসাধারণ গল্প রচনা করেছেন আমাদের প্রিয় জাহিদ ভাই। তার নির্দেশনায় আমি সোনার চর’-এ অভিনয় করেছি। আমাকে একটি অসাধারণ চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন তিনি। কানাগলি’ সিনেমাতেও আরেকটি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি। সে সঙ্গে ছিটমহল নিয়ে সিনেমা জাগরণ’-এও আমি অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি।’ তবে ‘জাগরণ’ সিনেমায় ওমর সানীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

ছিটমহল নিয়ে ‘জাগরণ’

বিনোদন প্রতিবেদক

image

ছিটমহল সমস্যা তৈরি হয় অখণ্ড ভারত খণ্ড করার সময়ই। গোড়ায় গলদটা রেখে যান ব্রিটিশ সিরিল র‌্যাডক্লিফ। সৃষ্টি করেন এক অসহনীয় মানবিক সমস্যার। ভারতের ভেতর বাংলাদেশ আর বাংলাদেশের ভেতরে ভারত। নানান চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই সমস্যার সমাধান হয়। আর প্রতিবেশী ছিটমহলবাসীরা ফিরে পায় এক নতুন জীবন। সেই ছিটমহল সমস্যা ও সমাধানের গল্প নিয়ে জাহিদ হোসেন নিজের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘জাগরণ’।

সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার ও সামসুদ্দিন টিপু। জাহাঙ্গীর শিকদার ও সামসুদ্দিন টিপু জানান, শিগগিরই ঢাকার বাইরে মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। সিনেমাটির জন্য গান রচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বলেন, ‘ছিটমহল নিয়ে একটি অসাধারণ গল্প রচনা করেছেন আমাদের প্রিয় জাহিদ ভাই। তার নির্দেশনায় আমি সোনার চর’-এ অভিনয় করেছি। আমাকে একটি অসাধারণ চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন তিনি। কানাগলি’ সিনেমাতেও আরেকটি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি। সে সঙ্গে ছিটমহল নিয়ে সিনেমা জাগরণ’-এও আমি অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি।’ তবে ‘জাগরণ’ সিনেমায় ওমর সানীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।