সালমা কখনও ঢাকায় কখনও ময়মনসিংহে

ময়মনসিংহের হালুয়াঘাটের জুগলী ইউনিয়নে সালমা ও তার স্বামী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর-দুজন মিলে ‘ইউরোপিয়ান পার্ক’ নামের একটি পার্ক চালু করেছেন। এর জন্য এলাকার স্থানীয়দের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন সালমা। এদিকে সালমা শনিবার ঢাকায় এসেছেন। গতকাল থেকে বিভিন্ন রেকর্ডিং-এর কাজে করছেন। সালমা জানান, সুমন কল্যাণের সুর সংগীতে দুটো নতুন গান এবং পলক হাসানের লেখা ও সুরে দুটি নতুন গানে কণ্ঠ দিবেন। এছাড়াও তিনি তার নিজস্ব আয়োজনে রোহান রাজ, রেজওয়ান শেখ, সুমন কল্যাণের সঙ্গে আরও কয়েকটি গানের কাজ করবেন যার দায়িত্বে আছেন সালমা নিজেই। ঢাকা টু ময়মনসিংহ’ ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, ‘এরইমধ্যে যশোহর, কিশোরগঞ্জ’সহ ঢাকায় বেশ কয়েকটি শো’তে অংশ নিয়েছি। সামনেও কয়েকটি স্টেজ শো’র আলাপ চলছে। সত্যি বলতে কী ইউরোপিয়ান পার্ক’র জন্য আমাকে সময় দিতে হচ্ছে। নিজেদের ফাউন্ডেশন সাফিয়া ফাউন্ডেশনের জন্যও সময় দিতে হয়। এর মধ্যে ঢাকায় বিভিন্ন রেকর্ডিংয়ের কাজ থাকলে ঢাকাতেও আসতে হয়। যেহেতু পার্কটা আমরা অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছি, তাই আমরা চাই পার্কটি ভালোভাবে প্রতিষ্ঠা পাক এবং সবাই পার্কে আসুক। এরইমধ্যে আমি এ ক’দিন কয়েকটি নতুন গান নিয়ে ব্যস্ত থাকব। বেশ কিছু ভালো ভালো নতুন গান এবার আমার কণ্ঠে শ্রোতা দর্শকরা শুনতে পাবেন।’ সালমা জানান, সাফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি এবং জেনারেল সেক্রেটারি তার স্বামী সাগর।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

সালমা কখনও ঢাকায় কখনও ময়মনসিংহে

বিনোদন প্রতিবেদক

image

ময়মনসিংহের হালুয়াঘাটের জুগলী ইউনিয়নে সালমা ও তার স্বামী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর-দুজন মিলে ‘ইউরোপিয়ান পার্ক’ নামের একটি পার্ক চালু করেছেন। এর জন্য এলাকার স্থানীয়দের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন সালমা। এদিকে সালমা শনিবার ঢাকায় এসেছেন। গতকাল থেকে বিভিন্ন রেকর্ডিং-এর কাজে করছেন। সালমা জানান, সুমন কল্যাণের সুর সংগীতে দুটো নতুন গান এবং পলক হাসানের লেখা ও সুরে দুটি নতুন গানে কণ্ঠ দিবেন। এছাড়াও তিনি তার নিজস্ব আয়োজনে রোহান রাজ, রেজওয়ান শেখ, সুমন কল্যাণের সঙ্গে আরও কয়েকটি গানের কাজ করবেন যার দায়িত্বে আছেন সালমা নিজেই। ঢাকা টু ময়মনসিংহ’ ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, ‘এরইমধ্যে যশোহর, কিশোরগঞ্জ’সহ ঢাকায় বেশ কয়েকটি শো’তে অংশ নিয়েছি। সামনেও কয়েকটি স্টেজ শো’র আলাপ চলছে। সত্যি বলতে কী ইউরোপিয়ান পার্ক’র জন্য আমাকে সময় দিতে হচ্ছে। নিজেদের ফাউন্ডেশন সাফিয়া ফাউন্ডেশনের জন্যও সময় দিতে হয়। এর মধ্যে ঢাকায় বিভিন্ন রেকর্ডিংয়ের কাজ থাকলে ঢাকাতেও আসতে হয়। যেহেতু পার্কটা আমরা অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছি, তাই আমরা চাই পার্কটি ভালোভাবে প্রতিষ্ঠা পাক এবং সবাই পার্কে আসুক। এরইমধ্যে আমি এ ক’দিন কয়েকটি নতুন গান নিয়ে ব্যস্ত থাকব। বেশ কিছু ভালো ভালো নতুন গান এবার আমার কণ্ঠে শ্রোতা দর্শকরা শুনতে পাবেন।’ সালমা জানান, সাফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি এবং জেনারেল সেক্রেটারি তার স্বামী সাগর।