নবনির্বাচিত চেয়ারম্যান অস্ত্রসহ আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের মো. আশরাফুল হক সরকার। আশরাফুল হক সরকার ইতিপূর্বে বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন বলে এলাকাবাসী বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরকে সমর্থন দেয়।

এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ভোর বেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আহত হয় অন্ততঃ ৩০ জন। এব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ গত রবিবার গভীর রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় ফয়সাল আহমেদ নামে তার এক সাথীকেও পুলিশ আটক করে।

আরও খবর
করোনার ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান
হাতি হত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি
৫৩টি ফেরির মধ্যে ৫০টিরই ফিটনেস সনদ নেই
দুই বিচারপতির যশোরে বদলি ঠেকাতে মাঠে নেমেছেন আইনজীবীরা
সেই অজ্ঞাত বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করলো র‌্যাব
আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা, রায় ২ ডিসেম্বর
অদম্য মেধাবী মোবারক
ড্যান্স ক্লাবে চাকরির কথা বলে শতাধিক তরুণীকে দুবাই পাচার
স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় এমপি টুকু বাধা দিচ্ছেন কিনা, জানতে চায় হাইকোর্ট
বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের রায় কাল

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

নরসিংদীতে

নবনির্বাচিত চেয়ারম্যান অস্ত্রসহ আটক

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের মো. আশরাফুল হক সরকার। আশরাফুল হক সরকার ইতিপূর্বে বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন বলে এলাকাবাসী বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরকে সমর্থন দেয়।

এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ভোর বেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আহত হয় অন্ততঃ ৩০ জন। এব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ গত রবিবার গভীর রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় ফয়সাল আহমেদ নামে তার এক সাথীকেও পুলিশ আটক করে।