ছেলের অসুস্থতার সংবাদে দুবাই ফিরে গেছেন মালিক

দুবাইতে ছেলের অসুস্থতার কারণে গতকালই ঢাকা ছেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এক বিবৃতিতে সোমবার সকালে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়, আজই (সোমবার) দুবাই যাওয়াতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০তে মালিককে পাচ্ছে না পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপ শেষে দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর ঢাকায় পা রাখেন মালিক। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ শেষেই দুবাইতে ফেরার কথা ছিল তার।

কিন্তু একমাত্র ছেলের অসুস্থতায় আগেভাগেই দুবাই যাচ্ছেন মালিক। বর্তমানে দুবাইতে আছেন মালিকের স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক।

ঢাকায় তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শুন্য এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।

এদিকে বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশে টি-২০ সিরিজ শেষে মঙ্গলবার সন্ধ্যায় দুবাই হয়ে দেশে ফিরবে টি-২০ খেলা ক্রিকেটাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের যাবে পাকিস্তান টেস্ট দল। রোববার পাক টেস্ট দলের আরও ১৪ জন খেলোয়াড় ঢাকায় পা রাখেন। চট্টগ্রামে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন দলটির বোলিং কোচ ভারনন ফিলান্ডার। চট্টগ্রামে ২৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

শোয়েব মালিক

ছেলের অসুস্থতার সংবাদে দুবাই ফিরে গেছেন মালিক

সংবাদ স্পোর্টস ডেস্ক

দুবাইতে ছেলের অসুস্থতার কারণে গতকালই ঢাকা ছেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এক বিবৃতিতে সোমবার সকালে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়, আজই (সোমবার) দুবাই যাওয়াতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০তে মালিককে পাচ্ছে না পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপ শেষে দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর ঢাকায় পা রাখেন মালিক। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ শেষেই দুবাইতে ফেরার কথা ছিল তার।

কিন্তু একমাত্র ছেলের অসুস্থতায় আগেভাগেই দুবাই যাচ্ছেন মালিক। বর্তমানে দুবাইতে আছেন মালিকের স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক।

ঢাকায় তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শুন্য এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।

এদিকে বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশে টি-২০ সিরিজ শেষে মঙ্গলবার সন্ধ্যায় দুবাই হয়ে দেশে ফিরবে টি-২০ খেলা ক্রিকেটাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের যাবে পাকিস্তান টেস্ট দল। রোববার পাক টেস্ট দলের আরও ১৪ জন খেলোয়াড় ঢাকায় পা রাখেন। চট্টগ্রামে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন দলটির বোলিং কোচ ভারনন ফিলান্ডার। চট্টগ্রামে ২৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।