নাপোলির অপরাজয়ের রেকর্ড ক্ষুণ্ণ

ইতালি লীগের নাটকীয় ম্যাচে শীর্ষে থাকা নাপোলিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। এই জয়ে নাপোলির থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান সিরোতে পিওতর জিয়েলিনিস্কির গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল দিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইন্টার। শনিবার ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান। আর এবার নাপোলির হারে ইন্টারের সামনে সুযোগ আসলো নিজেদের অবস্থানের উন্নতি করার।

হাকান কালহানগ্লুর পেনাল্টি গোলে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের এগিয়ে যায় ইন্টার। ম্যাচ শেষে ১২ মিনিটের আগে মার্টিনস এক গোল পরিশোধ করলে ম্যাচটি জমে ওঠে। হাকান কালহানগ্লুর স্পট কিকে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের হেডে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ইন্টার। জোয়াকুইন কোরেয়ার দারুন এক পাসে লটারো মার্টিনেজের দারুন ফিনিশিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির গোল দুটি কেবল সান্ত¦না দিয়েছে।

এর মাধ্যমে নাপোলি লীগে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে এলো।

জেনোয়ার মাঠে ঘানার ১৮ বছর বয়সী স্ট্রাইকার ফেলিক্স আফেনা-গায়ানের শেষ ভাগের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা।

এই জয়ে আটালান্টার থেকে তিন পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোমা।

এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে সাম্পদোরিয়া তলানি দল সালেনিটানাকে ২-০ ও ভেনেজিয়া ১-০ গোলে বোলোনিয়াকে পরাজিত করেছে।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

নাপোলির অপরাজয়ের রেকর্ড ক্ষুণ্ণ

সংবাদ স্পোর্টস ডেস্ক

ইতালি লীগের নাটকীয় ম্যাচে শীর্ষে থাকা নাপোলিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। এই জয়ে নাপোলির থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান সিরোতে পিওতর জিয়েলিনিস্কির গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল দিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইন্টার। শনিবার ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান। আর এবার নাপোলির হারে ইন্টারের সামনে সুযোগ আসলো নিজেদের অবস্থানের উন্নতি করার।

হাকান কালহানগ্লুর পেনাল্টি গোলে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের এগিয়ে যায় ইন্টার। ম্যাচ শেষে ১২ মিনিটের আগে মার্টিনস এক গোল পরিশোধ করলে ম্যাচটি জমে ওঠে। হাকান কালহানগ্লুর স্পট কিকে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের হেডে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ইন্টার। জোয়াকুইন কোরেয়ার দারুন এক পাসে লটারো মার্টিনেজের দারুন ফিনিশিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির গোল দুটি কেবল সান্ত¦না দিয়েছে।

এর মাধ্যমে নাপোলি লীগে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে এলো।

জেনোয়ার মাঠে ঘানার ১৮ বছর বয়সী স্ট্রাইকার ফেলিক্স আফেনা-গায়ানের শেষ ভাগের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা।

এই জয়ে আটালান্টার থেকে তিন পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোমা।

এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে সাম্পদোরিয়া তলানি দল সালেনিটানাকে ২-০ ও ভেনেজিয়া ১-০ গোলে বোলোনিয়াকে পরাজিত করেছে।