এইচএসসি পরীক্ষার্থীসহ ছুরিকাঘাতে আহত ৪

ঢাকা দোহার উপজেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে ক্রিকেট খেলায় কথা কাটাকাটি নিয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী এবং নূরপুর গ্রামের শেখ জহির উদ্দিনের ছেলে মো. রাজু(২০), জয়পাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিক(১৯), মাহমুদপুর গ্রামের ফিরোজ মাহমুদের ছেলে কাওছার(১৮) ও রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে নয়ন(২০)।

আহত মো. রাজু জানায়, শাকিল ও বাবুসহ বেশ কয়েকজনের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওরা মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আহত কাওছার জানায়, মীমাংসা হবে বলে বন্ধুরা ফোন দিলে আমি স্কুলের মাঠে যাই। গিয়ে দেখি একজনের মাথা ফেটে গেছে আর অন্যরা আহত হয়ে মাঠে পড়ে আছে। পরে আমি ঘটনাস্থল থেকে বন্ধু নয়নকে নিয়ে হাসপাতালে গেলে হামলাকারীরা সেখানে আমাদের ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে আঘাত করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কাউছার নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

এইচএসসি পরীক্ষার্থীসহ ছুরিকাঘাতে আহত ৪

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকা দোহার উপজেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে ক্রিকেট খেলায় কথা কাটাকাটি নিয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী এবং নূরপুর গ্রামের শেখ জহির উদ্দিনের ছেলে মো. রাজু(২০), জয়পাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিক(১৯), মাহমুদপুর গ্রামের ফিরোজ মাহমুদের ছেলে কাওছার(১৮) ও রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে নয়ন(২০)।

আহত মো. রাজু জানায়, শাকিল ও বাবুসহ বেশ কয়েকজনের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওরা মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আহত কাওছার জানায়, মীমাংসা হবে বলে বন্ধুরা ফোন দিলে আমি স্কুলের মাঠে যাই। গিয়ে দেখি একজনের মাথা ফেটে গেছে আর অন্যরা আহত হয়ে মাঠে পড়ে আছে। পরে আমি ঘটনাস্থল থেকে বন্ধু নয়নকে নিয়ে হাসপাতালে গেলে হামলাকারীরা সেখানে আমাদের ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে আঘাত করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কাউছার নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।