টঙ্গীতে ক্ষতিপূরণের দাবিতে মেয়র জাহাঙ্গীর নির্মিত রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে অবরোধ

গাজীপুরের টঙ্গী বনমালা রেললাইন এলাকায় বসতবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে সড়কে বাঁশের খুঁটি গেড়ে রাস্তা পুনরায় দখল করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন। আজ সকালে বনমালা রেললাইন এলাকায় নবনির্মিত সড়কটিতে ক্ষতিগ্রস্ত প্রায় ১৮টি পরিবার বাঁশের খুঁটি গেড়ে সড়কটি অবরোধ করে রাখে।

ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি ক্ষতিপূরণ না দিলে রাস্তা এভাবেই বাঁশের খুঁটি দিয়ে আটকে রাখা হবে এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত লোকজন রাস্তায় বসে অনশন করবে।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার ওসি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সঙ্গে কথোপকথন করার পর স্থানীয় লোকজন বাঁশের খুঁটি সড়িয়ে নেয় তবে স্থায়ী সমাধান না পেলে পুনরায় রাস্তা অবরোধ করবে বলে জানান তারা। তবে এই বিষয়ে সাংবাদিকদের কোন বক্তব্য দেননি প্রশাসন।

উল্লেখ্য টঙ্গী-বনমালা-জয়দেবপুর হেডকোয়ার্টারের সঙ্গে মিলিত হওয়া সড়কটির বেহাল দশায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ১০ কিলোমিটারের রাস্তাটি ৫০ ফিট চওড়া করে গত মে-২০২১ এ নির্মাণ কাজ শুরু করেন। ৩ মাসের মধ্যে রাস্তাটি শতভাগ নির্মাণ করে যান চলাচলের জন্য খুলে দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।

image

টঙ্গীতে বনমালা রেললাইন এলাকায় বসতবাড়ির ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বাঁশের খুঁটি দিয়ে রাস্তা অবরোধ -সংবাদ

আরও খবর
এবার খেলাপি ঋণ ছাড়ালো এক লাখ কোটি টাকা
‘সেরামের টিকার বাকি চালানগুলো ডিসেম্বরে আসা শুরু হবে’
খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলবে ২৭ নভেম্বর, বহিষ্কার ৩০ শিক্ষার্থী
রাজবাড়ীতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
বিএনপির আইনজীবীদের স্মারকলিপি, গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
বিতর্ক মাথায় নিয়ে এলাকা ছাড়লেন এমপি টুকু
ইয়াবা আইসের পর এবার নতুন মাদক ডিওবি
সব পুরভোট একসঙ্গে করতে হবে রাজ্যপালের পরামর্শ, কলকাতা-হাওড়ার ভোট অনিশ্চিত
যান্ত্রিক শাখার দুর্নীতি, ব্যবস্থা নেয়ার সুপারিশ এক বছরেও কার্যকর হয়নি

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

টঙ্গীতে ক্ষতিপূরণের দাবিতে মেয়র জাহাঙ্গীর নির্মিত রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে অবরোধ

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

image

টঙ্গীতে বনমালা রেললাইন এলাকায় বসতবাড়ির ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বাঁশের খুঁটি দিয়ে রাস্তা অবরোধ -সংবাদ

গাজীপুরের টঙ্গী বনমালা রেললাইন এলাকায় বসতবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে সড়কে বাঁশের খুঁটি গেড়ে রাস্তা পুনরায় দখল করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন। আজ সকালে বনমালা রেললাইন এলাকায় নবনির্মিত সড়কটিতে ক্ষতিগ্রস্ত প্রায় ১৮টি পরিবার বাঁশের খুঁটি গেড়ে সড়কটি অবরোধ করে রাখে।

ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি ক্ষতিপূরণ না দিলে রাস্তা এভাবেই বাঁশের খুঁটি দিয়ে আটকে রাখা হবে এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত লোকজন রাস্তায় বসে অনশন করবে।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার ওসি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সঙ্গে কথোপকথন করার পর স্থানীয় লোকজন বাঁশের খুঁটি সড়িয়ে নেয় তবে স্থায়ী সমাধান না পেলে পুনরায় রাস্তা অবরোধ করবে বলে জানান তারা। তবে এই বিষয়ে সাংবাদিকদের কোন বক্তব্য দেননি প্রশাসন।

উল্লেখ্য টঙ্গী-বনমালা-জয়দেবপুর হেডকোয়ার্টারের সঙ্গে মিলিত হওয়া সড়কটির বেহাল দশায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ১০ কিলোমিটারের রাস্তাটি ৫০ ফিট চওড়া করে গত মে-২০২১ এ নির্মাণ কাজ শুরু করেন। ৩ মাসের মধ্যে রাস্তাটি শতভাগ নির্মাণ করে যান চলাচলের জন্য খুলে দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।