ইয়াবা আইসের পর এবার নতুন মাদক ডিওবি

কুরিয়ার সার্ভিস এবং পোস্ট অফিসের মাধ্যমে চালান

ইয়াবা, খাত, আইস, এলএসডির পর এবার মিলল নতুন মাদক ডিওবি। মাদকের বাজারে ডাইমিথোক্সি এম ফিটামাইন নামের এ নতুন মাদক ডাইমিথোক্সিব্রোমো এমফিটামাইন, ব্রাল এমফিটামাইন ব্রোমো ডিএমএ অথবা ডিওবি নামে পরিচিত মাদকসেবীদের কাছে। ১০ থেকে ১২ হাজার টাকার এক একটি স্ট্রিপ। সেবন পদ্ধতিতে অনেকটা এলএসডির মতোই। জিব্বার নিচে দেয়ার পর গলে যায়।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে (অনলাইনে বিটকয়েন দিয়ে) পোল্যান্ড থেকে কুরিয়ার সার্ভিস অথবা পোস্ট অফিসের মাধ্যমে আনা হচ্ছে এ নতুন মাদক। ইতোমধ্যে মাদকসেবীদের কাছে নতুন এ মাদকের ব্যাপারে সাড়া জাগাতে মরিয়া মাদক কারবারীরা। গত আগস্ট মাসে এ মাদকের বিষয়ে তথ্য পাওয়ার পর টানা ৩ মাস অনুসন্ধানের পর দুটি পৃথক চালান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ কারবারীকে যারা বিটকয়েন পেমেন্টের মাধ্যমে পোল্যাান্ড থেকে বিপুল পরিমাণ ডিওবি এনেছিল।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ফজলুর রহমানের তত্ত্বাবধায়নে উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান ও সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নতুন মাদক ডিওবির আমদানিকারক ও সরবরাহকারী ৩ মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকা মূল্যের ৯০টি ব্লটার স্ট্রিপ ডিওবি। গ্রেপ্তারকৃতরা হলোÑ খুলনার মুজগন্নী এলাকার মৃত আফসার উদ্দিন আহমেদ এর ছেলে মো. আফিস আহম্মেদ শুভ (৩১), বয়রা থানার পুজাখালী গ্রামের অশোক কুমার শর্মার ছেলে অর্ণব কুমার শর্মা (৩০) এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বয়রা শাখার ম্যানেজার মো. মামুনুর রশীদ (৩২)।

অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান টেলিফোনে সংবাদকে জানান, ডিওবি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন মাদক। অনেকটা এলএসডির মতোই দেখতে। এক স্ট্রিপ এর দাম ১০ থেকে ১২ হাজার টাকা। নতুন এ মাদকের বিস্তাররোধে কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে দুটি চালান ধরা পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে আমদানিকারক চক্রের ৩ সদস্যকে। এ মাদক কারা কিভাবে আমাদানি করছে, কোথায় কোথায় সরবরাহ হচ্ছে এ বিষয়ে তদন্ত করছে অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, ডিওবি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ‘ক’ শ্রেণীর মাদক। একটি কি ওয়ার্ডের (স্টেস) এর সূত্র নতুন এ মাদকের সন্ধান মিলে। গত আগস্ট মাস থেকে নতুন মাদক ডিওবি বাংলাদেশে আসতে শুরু করেছে। প্রথম চালানটি ধরা হয় ২১ নভেম্বর। রাজধানীর এলিফ্যান্ট রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫টি চালান জব্দ করা হয়।

সম্প্রতি আইসসহ মাদক কারবারী চক্রের একাধিক গ্রুপকে গ্রেপ্তার করার পর ডিওবি সম্পর্কে তথ্য মিলে। সেই তথ্যের সূত্র ধরেই ২১ নভেম্বর এলিফ্যান্ট রোডে কুরিয়ার সার্ভিস থেকে চালানটি জব্দ হয়। নানা তথ্য বিশ্লেষণ করে জানা যায় ওই চালানটি খুলনার এক মাদক কারবারী এনেছে। পরে উপ-পরিচালক রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ঢাকা মেট্টো উত্তরের টিম চক্রের সন্ধানে নামে। অভিযান চালিয়ে ২২ নভেম্বর খুলনা থেকে ডিওবি নামের নতুন মাদকের মূল আমদানিকারক মো. আফিস আহম্মেদ শুভকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শুভ জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. মামুনুর রশীদের সহযোগিতায় তথ্য গোপন করে তারা প্রথমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এলএসডি এনেছিল। জিজ্ঞাসাবাদে সে এও জানায় তার সহযোগী অর্নবের বাসায় নতুন মাদক ডিওবি মজুদ আছে। তার দেয়া তথ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের খুলনার বয়রা থানা শাখার ম্যানেজার মামুনুর রশিদ ও সহযোগী অর্ণ কুমার শর্মাকে গ্রেপ্তার করা হয়। শুভ আরও জানিয়েছে, ডার্কওয়েব ব্যবহার করে ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েকনে পেমেন্ট করে নতুন মাকদ ডিওবি’র চালান তারা পোল্যান্ড থেকে পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে এনেছে।

নতুন মাদক ডিওবি সম্পর্কে বলা হয়েছে, ডিওবি সেবন করলে মাদকসেবীরা ভিন্ন জগতে চলে যায়। সে সবকিছু নতুনভাবে চিন্তা করে, নতুনভাবে দেখে। সে আর নিজের মধ্যে থাকে না। এ ধরনের মাদক অত্যন্ত ভয়ঙ্কর হয়। সাধারণ ধণাঢ্য পরিবারের বখে যাওয়া ছেলে মেয়েরা এসব মাদক নিয়ে থাকে। হোম ডেলিভারি অথবা বিশেষ আড্ডায় ফ্লাট বাড়িতে বাসা বাড়া নিয়েও এসব মাদক সেবনের জন্য পরিবেশ তৈরি করা হয়।

image
আরও খবর
এবার খেলাপি ঋণ ছাড়ালো এক লাখ কোটি টাকা
টঙ্গীতে ক্ষতিপূরণের দাবিতে মেয়র জাহাঙ্গীর নির্মিত রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে অবরোধ
‘সেরামের টিকার বাকি চালানগুলো ডিসেম্বরে আসা শুরু হবে’
খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলবে ২৭ নভেম্বর, বহিষ্কার ৩০ শিক্ষার্থী
রাজবাড়ীতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
বিএনপির আইনজীবীদের স্মারকলিপি, গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
বিতর্ক মাথায় নিয়ে এলাকা ছাড়লেন এমপি টুকু
সব পুরভোট একসঙ্গে করতে হবে রাজ্যপালের পরামর্শ, কলকাতা-হাওড়ার ভোট অনিশ্চিত
যান্ত্রিক শাখার দুর্নীতি, ব্যবস্থা নেয়ার সুপারিশ এক বছরেও কার্যকর হয়নি

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

ইয়াবা আইসের পর এবার নতুন মাদক ডিওবি

কুরিয়ার সার্ভিস এবং পোস্ট অফিসের মাধ্যমে চালান

সাইফ বাবলু

image

ইয়াবা, খাত, আইস, এলএসডির পর এবার মিলল নতুন মাদক ডিওবি। মাদকের বাজারে ডাইমিথোক্সি এম ফিটামাইন নামের এ নতুন মাদক ডাইমিথোক্সিব্রোমো এমফিটামাইন, ব্রাল এমফিটামাইন ব্রোমো ডিএমএ অথবা ডিওবি নামে পরিচিত মাদকসেবীদের কাছে। ১০ থেকে ১২ হাজার টাকার এক একটি স্ট্রিপ। সেবন পদ্ধতিতে অনেকটা এলএসডির মতোই। জিব্বার নিচে দেয়ার পর গলে যায়।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে (অনলাইনে বিটকয়েন দিয়ে) পোল্যান্ড থেকে কুরিয়ার সার্ভিস অথবা পোস্ট অফিসের মাধ্যমে আনা হচ্ছে এ নতুন মাদক। ইতোমধ্যে মাদকসেবীদের কাছে নতুন এ মাদকের ব্যাপারে সাড়া জাগাতে মরিয়া মাদক কারবারীরা। গত আগস্ট মাসে এ মাদকের বিষয়ে তথ্য পাওয়ার পর টানা ৩ মাস অনুসন্ধানের পর দুটি পৃথক চালান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ কারবারীকে যারা বিটকয়েন পেমেন্টের মাধ্যমে পোল্যাান্ড থেকে বিপুল পরিমাণ ডিওবি এনেছিল।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ফজলুর রহমানের তত্ত্বাবধায়নে উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান ও সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নতুন মাদক ডিওবির আমদানিকারক ও সরবরাহকারী ৩ মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকা মূল্যের ৯০টি ব্লটার স্ট্রিপ ডিওবি। গ্রেপ্তারকৃতরা হলোÑ খুলনার মুজগন্নী এলাকার মৃত আফসার উদ্দিন আহমেদ এর ছেলে মো. আফিস আহম্মেদ শুভ (৩১), বয়রা থানার পুজাখালী গ্রামের অশোক কুমার শর্মার ছেলে অর্ণব কুমার শর্মা (৩০) এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বয়রা শাখার ম্যানেজার মো. মামুনুর রশীদ (৩২)।

অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান টেলিফোনে সংবাদকে জানান, ডিওবি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন মাদক। অনেকটা এলএসডির মতোই দেখতে। এক স্ট্রিপ এর দাম ১০ থেকে ১২ হাজার টাকা। নতুন এ মাদকের বিস্তাররোধে কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে দুটি চালান ধরা পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে আমদানিকারক চক্রের ৩ সদস্যকে। এ মাদক কারা কিভাবে আমাদানি করছে, কোথায় কোথায় সরবরাহ হচ্ছে এ বিষয়ে তদন্ত করছে অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, ডিওবি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ‘ক’ শ্রেণীর মাদক। একটি কি ওয়ার্ডের (স্টেস) এর সূত্র নতুন এ মাদকের সন্ধান মিলে। গত আগস্ট মাস থেকে নতুন মাদক ডিওবি বাংলাদেশে আসতে শুরু করেছে। প্রথম চালানটি ধরা হয় ২১ নভেম্বর। রাজধানীর এলিফ্যান্ট রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫টি চালান জব্দ করা হয়।

সম্প্রতি আইসসহ মাদক কারবারী চক্রের একাধিক গ্রুপকে গ্রেপ্তার করার পর ডিওবি সম্পর্কে তথ্য মিলে। সেই তথ্যের সূত্র ধরেই ২১ নভেম্বর এলিফ্যান্ট রোডে কুরিয়ার সার্ভিস থেকে চালানটি জব্দ হয়। নানা তথ্য বিশ্লেষণ করে জানা যায় ওই চালানটি খুলনার এক মাদক কারবারী এনেছে। পরে উপ-পরিচালক রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ঢাকা মেট্টো উত্তরের টিম চক্রের সন্ধানে নামে। অভিযান চালিয়ে ২২ নভেম্বর খুলনা থেকে ডিওবি নামের নতুন মাদকের মূল আমদানিকারক মো. আফিস আহম্মেদ শুভকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শুভ জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. মামুনুর রশীদের সহযোগিতায় তথ্য গোপন করে তারা প্রথমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এলএসডি এনেছিল। জিজ্ঞাসাবাদে সে এও জানায় তার সহযোগী অর্নবের বাসায় নতুন মাদক ডিওবি মজুদ আছে। তার দেয়া তথ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের খুলনার বয়রা থানা শাখার ম্যানেজার মামুনুর রশিদ ও সহযোগী অর্ণ কুমার শর্মাকে গ্রেপ্তার করা হয়। শুভ আরও জানিয়েছে, ডার্কওয়েব ব্যবহার করে ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েকনে পেমেন্ট করে নতুন মাকদ ডিওবি’র চালান তারা পোল্যান্ড থেকে পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে এনেছে।

নতুন মাদক ডিওবি সম্পর্কে বলা হয়েছে, ডিওবি সেবন করলে মাদকসেবীরা ভিন্ন জগতে চলে যায়। সে সবকিছু নতুনভাবে চিন্তা করে, নতুনভাবে দেখে। সে আর নিজের মধ্যে থাকে না। এ ধরনের মাদক অত্যন্ত ভয়ঙ্কর হয়। সাধারণ ধণাঢ্য পরিবারের বখে যাওয়া ছেলে মেয়েরা এসব মাদক নিয়ে থাকে। হোম ডেলিভারি অথবা বিশেষ আড্ডায় ফ্লাট বাড়িতে বাসা বাড়া নিয়েও এসব মাদক সেবনের জন্য পরিবেশ তৈরি করা হয়।