খেলার মাঠের নিরাপত্তা

সাধারণত নিরাপত্তা ও খেলা নির্বিঘে্ন পরিচালনার জন্য দর্শকের মাঠে প্রবেশের অনুমতি নেই। বর্তমান সময়ে করোনা মহামারির সময় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রতি নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশের দৃশ্য চোখে পড়ে। গত ২০ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তানের খেলার মধ্যে মাঠে প্রবেশ করে পাগলাটে এক দর্শক। মাঠ কর্মীকে ফাঁকি দিয়ে দৌড়ে ছুটে যান মোস্তাফিজুর রহমানের কাছে। তার পায়ের কাছে লুটিয়ে পড়েন তিনি। তার মাথায় স্পর্শ করতে দেখা যায় মোস্তাফিজকে। পরে নিরাপত্তাকর্মীরা মাঠে প্রবেশ করে তাকে বের করে নিয়ে যান।

এ ঘটনায় শুধু যে সুরক্ষা বলয় ভেঙেছে তা নয়, বিভিন্ন দেশে কাছে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। এর আগেও গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটতে দেখা গেছে।

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে করে অন্য কেউ এমন কাজ করতে সাহস না করে। তাছাড়া মাঠের অবকাঠামো সংস্কারসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নেবেন।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

খেলার মাঠের নিরাপত্তা

image

সাধারণত নিরাপত্তা ও খেলা নির্বিঘে্ন পরিচালনার জন্য দর্শকের মাঠে প্রবেশের অনুমতি নেই। বর্তমান সময়ে করোনা মহামারির সময় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রতি নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশের দৃশ্য চোখে পড়ে। গত ২০ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তানের খেলার মধ্যে মাঠে প্রবেশ করে পাগলাটে এক দর্শক। মাঠ কর্মীকে ফাঁকি দিয়ে দৌড়ে ছুটে যান মোস্তাফিজুর রহমানের কাছে। তার পায়ের কাছে লুটিয়ে পড়েন তিনি। তার মাথায় স্পর্শ করতে দেখা যায় মোস্তাফিজকে। পরে নিরাপত্তাকর্মীরা মাঠে প্রবেশ করে তাকে বের করে নিয়ে যান।

এ ঘটনায় শুধু যে সুরক্ষা বলয় ভেঙেছে তা নয়, বিভিন্ন দেশে কাছে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। এর আগেও গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটতে দেখা গেছে।

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে করে অন্য কেউ এমন কাজ করতে সাহস না করে। তাছাড়া মাঠের অবকাঠামো সংস্কারসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নেবেন।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া