অরুনার ‘অসম্ভব’ চলচ্চিত্রের শুটিং শুরু

চিত্রনায়িকা অরুনা বিশ্বাসের চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। আজ বৃহস্পতিবার থেকে মানিকগঞ্জের জাবরা গ্রামে শুরু হতে যাচ্ছে সরকারি অনুদানে ও যাত্রা ভিশনের প্রযোজনায় অরুনা বিশ্বাসের সিনেমা ‘অসম্ভব’। মানিকগঞ্জে যাওয়ার আগে অরুনা বিশ^াস গত মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে সেই বিখ্যাত বাড়ি ‘লক্ষ্মীকুঞ্জ’তে গিয়েছিলেন। ‘লক্ষ্মীকুঞ্জ’ নায়ক রাজ রাজ্জাকের বাড়ি। নায়ক রাজ নেই, কিন্তু তার পরিবারতো আছে। তার স্ত্রী, সন্তান, নাতি, নাতনীরা তো আছো। তাই আজ থেকে ৩৫ বছর আগে গুরু নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে তারই পরিচালনায় ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে অরুনা বিশ^াসের অভিষেক হয়েছিল, সেই অরুনারই চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেকের আগে নায়ক রাজের পরিবারের দোয়া নিতে গিয়েছিলেন। নায়ক রাজের স্ত্রী যাকে নায়ক রাজ ভালোবেসে লক্ষ্মী বলে ডাকতেন সেই প্রিয় খায়রুন্নেসার কাছে ছুটে গিয়েছিলেন অরুনা বিশ্বাস। তিনি অরুনা বিশ্বাসের প্রথম পরিচালিত সিনেমার জন্য দোয়া করেন। অরুনা বিশ্বাস বলেন, ‘আমার গুরু নায়ক রাজ আজ নেই, কিন্তু আমার বিশ্বাস তিনি আমাকে ঠিকই দেখেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। আমার খুব প্রিয় একজন মানুষ কিংবদন্তি সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান ভাই নেই। তিনি থাকলে নিশ্চয়ই আমাকে দোয়া করতেন, খুশি হতেন। হয়তো তিনিই আমার সিনেমার সিনেমাটোগ্রাফি করতেন।’ অরুনা বিশ্বাস জানান টানা দশদিন কাজ হবে একই লোকেশনে। ‘অসম্ভব’ সিনেমার গল্প লিখেছেন প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতা সউদ। সিনেমাটোগ্রফার হিসেবে থাকবেন পনির।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

অরুনার ‘অসম্ভব’ চলচ্চিত্রের শুটিং শুরু

বিনোদন প্রতিবেদক

image

চিত্রনায়িকা অরুনা বিশ্বাসের চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। আজ বৃহস্পতিবার থেকে মানিকগঞ্জের জাবরা গ্রামে শুরু হতে যাচ্ছে সরকারি অনুদানে ও যাত্রা ভিশনের প্রযোজনায় অরুনা বিশ্বাসের সিনেমা ‘অসম্ভব’। মানিকগঞ্জে যাওয়ার আগে অরুনা বিশ^াস গত মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে সেই বিখ্যাত বাড়ি ‘লক্ষ্মীকুঞ্জ’তে গিয়েছিলেন। ‘লক্ষ্মীকুঞ্জ’ নায়ক রাজ রাজ্জাকের বাড়ি। নায়ক রাজ নেই, কিন্তু তার পরিবারতো আছে। তার স্ত্রী, সন্তান, নাতি, নাতনীরা তো আছো। তাই আজ থেকে ৩৫ বছর আগে গুরু নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে তারই পরিচালনায় ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে অরুনা বিশ^াসের অভিষেক হয়েছিল, সেই অরুনারই চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেকের আগে নায়ক রাজের পরিবারের দোয়া নিতে গিয়েছিলেন। নায়ক রাজের স্ত্রী যাকে নায়ক রাজ ভালোবেসে লক্ষ্মী বলে ডাকতেন সেই প্রিয় খায়রুন্নেসার কাছে ছুটে গিয়েছিলেন অরুনা বিশ্বাস। তিনি অরুনা বিশ্বাসের প্রথম পরিচালিত সিনেমার জন্য দোয়া করেন। অরুনা বিশ্বাস বলেন, ‘আমার গুরু নায়ক রাজ আজ নেই, কিন্তু আমার বিশ্বাস তিনি আমাকে ঠিকই দেখেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। আমার খুব প্রিয় একজন মানুষ কিংবদন্তি সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান ভাই নেই। তিনি থাকলে নিশ্চয়ই আমাকে দোয়া করতেন, খুশি হতেন। হয়তো তিনিই আমার সিনেমার সিনেমাটোগ্রাফি করতেন।’ অরুনা বিশ্বাস জানান টানা দশদিন কাজ হবে একই লোকেশনে। ‘অসম্ভব’ সিনেমার গল্প লিখেছেন প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতা সউদ। সিনেমাটোগ্রফার হিসেবে থাকবেন পনির।