বিজয় দিবসে নতুন গান ‘চলো এগিয়ে বাংলাদেশ’

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনকে সামনে রেখে দেশের বিভিন্ন ক্ষেত্রে চলছে নানা আয়োজন। বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ এই দিনকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ গান-ভিডিও ‘চলো এগিয়ে বাংলাদেশ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, ইলিয়াস হোসাইন, মুহাম্মদ মিলন ও দীন ইসলাম। কথা লিখেছেন নূর মোহাম্মদ রিপন। আহমেদ সজীবের সঙ্গে ভাগাভাগি করে গানটির সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। অডিও তৈরির পর সম্প্রতি গানটির ভিডিওর কাজও সম্পন্ন করা হয়েছে। এটির চিত্রায়ণ করা হয়েছে রায়েব বাজার বধ্যভূমি, সাভার জাতীয় স্মৃতিসৌধসহ আরও কিছু এলাকায়। ভিডিওটি নির্মাণ করেছেন গাজী শাহজাহান। আগামী ১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ডিআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘চলো এগিয়ে বাংলাদেশ’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

বিজয় দিবসে নতুন গান ‘চলো এগিয়ে বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক

image

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনকে সামনে রেখে দেশের বিভিন্ন ক্ষেত্রে চলছে নানা আয়োজন। বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ এই দিনকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ গান-ভিডিও ‘চলো এগিয়ে বাংলাদেশ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, ইলিয়াস হোসাইন, মুহাম্মদ মিলন ও দীন ইসলাম। কথা লিখেছেন নূর মোহাম্মদ রিপন। আহমেদ সজীবের সঙ্গে ভাগাভাগি করে গানটির সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। অডিও তৈরির পর সম্প্রতি গানটির ভিডিওর কাজও সম্পন্ন করা হয়েছে। এটির চিত্রায়ণ করা হয়েছে রায়েব বাজার বধ্যভূমি, সাভার জাতীয় স্মৃতিসৌধসহ আরও কিছু এলাকায়। ভিডিওটি নির্মাণ করেছেন গাজী শাহজাহান। আগামী ১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ডিআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘চলো এগিয়ে বাংলাদেশ’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।