হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়ার

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হিজবুল্লাহ হচ্ছে লেবাননভিত্তিক একটি শিয়া গোষ্ঠী। কয়েকদিন আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাজ্য। গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, সংগঠন হিসেবে পুরো হিজবুল্লাহকেই সন্ত্রাসী ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে সংগঠনটির সামরিক শাখা ২০০৩ সাল থেকেই অস্ট্রেলিয়ার এই তালিকায় রয়েছে। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানায়।

গত মাসে সৌদি আরব লেবাননভিত্তিক আল-কারদ আল-হাসান অ্যাসোসিয়েশনকে একটি সন্ত্রাসী সত্তা হিসেবে উল্লেখ করে। সে সময় জানানো হয় হিজবুল্লাহকে এ সংস্থাটি সাহায্য করছে। অস্ট্রেলিয়া বিশ্বব্যাপী নব্য-নাৎসি গ্রুপ ‘দ্য বেসকে’ও একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। যারা এর সদস্য হবে তাদের ফৌজদারি আইনে বিচার করা হবে দেশটিতে।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়ার

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হিজবুল্লাহ হচ্ছে লেবাননভিত্তিক একটি শিয়া গোষ্ঠী। কয়েকদিন আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাজ্য। গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, সংগঠন হিসেবে পুরো হিজবুল্লাহকেই সন্ত্রাসী ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে সংগঠনটির সামরিক শাখা ২০০৩ সাল থেকেই অস্ট্রেলিয়ার এই তালিকায় রয়েছে। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানায়।

গত মাসে সৌদি আরব লেবাননভিত্তিক আল-কারদ আল-হাসান অ্যাসোসিয়েশনকে একটি সন্ত্রাসী সত্তা হিসেবে উল্লেখ করে। সে সময় জানানো হয় হিজবুল্লাহকে এ সংস্থাটি সাহায্য করছে। অস্ট্রেলিয়া বিশ্বব্যাপী নব্য-নাৎসি গ্রুপ ‘দ্য বেসকে’ও একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। যারা এর সদস্য হবে তাদের ফৌজদারি আইনে বিচার করা হবে দেশটিতে।