ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটার ওসি প্রত্যাহার

নির্যাতিত এক নারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে পাটকেলঘাটার থানার এই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকালেই পাটকেলঘাটা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন কাঞ্চন কুমার রায়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আকরাম সরদারের কন্যা রুপা খাতুন (২৫) তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি নাজমুল হুদা ওই নারীর অভিযোগ পেয়ে তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওসি এ সময় ওই নারীর লিখিত অভিযোগটি থানার এসআই বুলবুল আহমেদকে দিয়ে ওই নির্যাতিতা নারীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওসির কক্ষ থেকে রুপা খাতুন বের হয়ে আসলে এসআই বুলবুল পুনরায় টাকা দাবি করেন। উপায়ন্তর না পেয়ে নির্যাতিতা নারী রুপা খাতুন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। কিšুÍ স্বামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় রোববার ওই নারী খুলনা বিভাগের পুলিশের ডিআইজি বরাবর অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে তদন্তের নির্দেশ দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওসি নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়। নতুন ওসির দায়িত্ব পেয়েছেন কাঞ্চন কুমার রায়।

নতুন ওসি কাঞ্চন কুমার রায় বলেন, আমি সিআইডির মাগুরা অফিস থেকে এসেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটার ওসি প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি

নির্যাতিত এক নারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে পাটকেলঘাটার থানার এই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকালেই পাটকেলঘাটা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন কাঞ্চন কুমার রায়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আকরাম সরদারের কন্যা রুপা খাতুন (২৫) তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি নাজমুল হুদা ওই নারীর অভিযোগ পেয়ে তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওসি এ সময় ওই নারীর লিখিত অভিযোগটি থানার এসআই বুলবুল আহমেদকে দিয়ে ওই নির্যাতিতা নারীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওসির কক্ষ থেকে রুপা খাতুন বের হয়ে আসলে এসআই বুলবুল পুনরায় টাকা দাবি করেন। উপায়ন্তর না পেয়ে নির্যাতিতা নারী রুপা খাতুন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। কিšুÍ স্বামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় রোববার ওই নারী খুলনা বিভাগের পুলিশের ডিআইজি বরাবর অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে তদন্তের নির্দেশ দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওসি নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়। নতুন ওসির দায়িত্ব পেয়েছেন কাঞ্চন কুমার রায়।

নতুন ওসি কাঞ্চন কুমার রায় বলেন, আমি সিআইডির মাগুরা অফিস থেকে এসেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।