আড়াইশ বছরের প্রাচীন নির্দেশনা নিয়ে

বংশালে জাদুঘরের উদ্বোধন

দেশের জাদুঘরের তালিকায় যুক্ত হলো আরেকটি প্রাচীন নিদর্শন সম্বলিত জাদুঘর। পুরাতন ঢাকার বংশালে প্রায় দুইশ বছর আগের ব্যবহৃত পাঁচ শতাধিক প্রাচীন নিদর্শন নিয়ে উদ্বোধন করা হয় এই পারিবারিক জাদুঘর।

গতকাল শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে পরিচিত জাহানারা খাতুনের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাহানারা ফউন্ডেশন’-এর উদ্যোগে এই জাদুঘর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, আইকম বাংলাদেশের চেয়ারপারসন প্রফেসর সুফি মোস্তাফিজুর রহমান, আইকম বাংলাদেশের সাবেক চেয়ারপারসন ও এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের কিউরেটর জাহাঙ্গীর হোসেন, জাতীয় জাদুঘরের সাবেক কীপার ড. মো. আলমগীর, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি নাজমুল হকসহ আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদুর রহমান বাবু বলেন, ‘এই জাদুঘরে রাখা নিদর্শনগুলো দুই থেকে আড়াইশো বছরের পুরনো। এসব থেকে আজকের প্রজন্ম জানতে পারবে পুরনো দিনের ইতিহাস ও ঐতিহ্য।’

তবে দ্রুত এর বাকি কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাদুঘরটি এখনো সাধারণ মানুষের দেখার জন্য পুরোপুরি উপযোগী না হলেও যে কেউ ইচ্ছা করলেই দেখে আসতে পারবেন এই জাদুঘরে রাখা প্রাচীন পোশাক, তৈজসপত্র ও আলোক চিত্র।’

পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবার আলা বক্স পরিবারের ব্যবহৃত ও সংগৃহীত প্রায় ৩ হাজারের ওপর নিদর্শন এই জাদুঘরে রাখা হবে বলে জানা যায়। ১৮১০ সাল থেকে শুরু করে সেই সময়ের বেশকিছু নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে ১৮৯০ সালের কাতান শাড়ি, স্বর্ণ খচিত বিয়ের শাড়ি ও জুতো, ১৮৮০ সালের কাঠের সিন্দুক, তৈজসপত্র, পান দান, তারজালির কাজ, আতরদানির মতো আরও অনেক দর্শনীয় উপকরণ। আরও আছে উনিশ শতকের থেকে বর্তমান সময়কালের মুদ্রা।

image
আরও খবর
আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশকে দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যমুক্ত সোনার বাংলায় রূপান্তর করা
কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে তবে ভোট পড়েছে ৭৪ শতাংশ : সিইসি
আহমদুল কবির ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক
ভাসানচরের পথে আরও ৩৭৯ রোহিঙ্গা
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ : ফেল ৯০ দশমিক ১৩%
হাইস্কুলে ভর্তি কার্যক্রম আজ শুরু
ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটার ওসি প্রত্যাহার
মহাসড়কে সন্ত্রাস-চাঁদাবাজি-দুর্ঘটনা তথ্য জানাতে চালু হচ্ছে অ্যাপ
বিয়ের প্রলোভনে ধর্ষণ করে মামুনুল
গণপরিবহনে হাফ ভাড়া চেয়ে শিক্ষার্থীদের রিট
আগরতলার সবকটি বুথকে স্পর্শকাতর ঘোষণা

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

আড়াইশ বছরের প্রাচীন নির্দেশনা নিয়ে

বংশালে জাদুঘরের উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশের জাদুঘরের তালিকায় যুক্ত হলো আরেকটি প্রাচীন নিদর্শন সম্বলিত জাদুঘর। পুরাতন ঢাকার বংশালে প্রায় দুইশ বছর আগের ব্যবহৃত পাঁচ শতাধিক প্রাচীন নিদর্শন নিয়ে উদ্বোধন করা হয় এই পারিবারিক জাদুঘর।

গতকাল শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে পরিচিত জাহানারা খাতুনের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাহানারা ফউন্ডেশন’-এর উদ্যোগে এই জাদুঘর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, আইকম বাংলাদেশের চেয়ারপারসন প্রফেসর সুফি মোস্তাফিজুর রহমান, আইকম বাংলাদেশের সাবেক চেয়ারপারসন ও এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের কিউরেটর জাহাঙ্গীর হোসেন, জাতীয় জাদুঘরের সাবেক কীপার ড. মো. আলমগীর, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি নাজমুল হকসহ আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদুর রহমান বাবু বলেন, ‘এই জাদুঘরে রাখা নিদর্শনগুলো দুই থেকে আড়াইশো বছরের পুরনো। এসব থেকে আজকের প্রজন্ম জানতে পারবে পুরনো দিনের ইতিহাস ও ঐতিহ্য।’

তবে দ্রুত এর বাকি কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাদুঘরটি এখনো সাধারণ মানুষের দেখার জন্য পুরোপুরি উপযোগী না হলেও যে কেউ ইচ্ছা করলেই দেখে আসতে পারবেন এই জাদুঘরে রাখা প্রাচীন পোশাক, তৈজসপত্র ও আলোক চিত্র।’

পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবার আলা বক্স পরিবারের ব্যবহৃত ও সংগৃহীত প্রায় ৩ হাজারের ওপর নিদর্শন এই জাদুঘরে রাখা হবে বলে জানা যায়। ১৮১০ সাল থেকে শুরু করে সেই সময়ের বেশকিছু নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে ১৮৯০ সালের কাতান শাড়ি, স্বর্ণ খচিত বিয়ের শাড়ি ও জুতো, ১৮৮০ সালের কাঠের সিন্দুক, তৈজসপত্র, পান দান, তারজালির কাজ, আতরদানির মতো আরও অনেক দর্শনীয় উপকরণ। আরও আছে উনিশ শতকের থেকে বর্তমান সময়কালের মুদ্রা।