লালমনিরহাটে সমাজকল্যাণমন্ত্রীর ভাইসহ ২ জনকে অব্যাহতি ও ৮ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই ও স্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুজ্জামান আহমেদ ও তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং তুষভা-ার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদা জামানকে অব্যাহতি ও ৮ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই ও তার স্ত্রী সাজেদা জামান।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

লালমনিরহাটে সমাজকল্যাণমন্ত্রীর ভাইসহ ২ জনকে অব্যাহতি ও ৮ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই ও স্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুজ্জামান আহমেদ ও তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং তুষভা-ার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদা জামানকে অব্যাহতি ও ৮ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই ও তার স্ত্রী সাজেদা জামান।