খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক সংবাদের প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল সকালে প্রয়াত খন্দকার মুনীরুজ্জামানের পরিবারের পক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রয়াত মুনীরুজ্জামানের সহধর্মিণী ডা. রোকেয়া খাতুন, তার ছেলে ডা. ইশতিয়াক আলমসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব তার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনসহ মুনীরুজ্জামানের পরিবার সদস্য, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনরা অংশ নেন।

এছাড়াও খন্দকার মুনীরুজ্জামান স্মরণে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ গ্রামে গত শনিবার মিলাদ ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়।

খান্দকার মুনীরুজ্জামান গত বছর ২৪ নভেম্বর করোনা পরবর্তী শারীরিক জটিলতায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান ১৯৯৬ সালের ১৪ মে সহকারী সম্পাদক হিসেবে সংবাদে যোগ দেন। ২০১০ সালের ৪ জানুয়ারি সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হন এবং আমৃত্যু এই দায়িত্বে ছিলেন। খন্দকার মুনীরুজ্জামান নব্বই’র দশকে ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাদার সাংবাদিক হিসেবে ’৯০-এর দশকে সাপ্তাহিক যায়যায়দিনে যোগদান করেন। পরে রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম লেখক হিসেবে তিনি পরিচিতি পান। সাংবাদিকতা ছাড়াও তিনি কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব বার্তা পরিবেশক

image

দৈনিক সংবাদের প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল সকালে প্রয়াত খন্দকার মুনীরুজ্জামানের পরিবারের পক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রয়াত মুনীরুজ্জামানের সহধর্মিণী ডা. রোকেয়া খাতুন, তার ছেলে ডা. ইশতিয়াক আলমসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব তার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনসহ মুনীরুজ্জামানের পরিবার সদস্য, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনরা অংশ নেন।

এছাড়াও খন্দকার মুনীরুজ্জামান স্মরণে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ গ্রামে গত শনিবার মিলাদ ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়।

খান্দকার মুনীরুজ্জামান গত বছর ২৪ নভেম্বর করোনা পরবর্তী শারীরিক জটিলতায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান ১৯৯৬ সালের ১৪ মে সহকারী সম্পাদক হিসেবে সংবাদে যোগ দেন। ২০১০ সালের ৪ জানুয়ারি সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হন এবং আমৃত্যু এই দায়িত্বে ছিলেন। খন্দকার মুনীরুজ্জামান নব্বই’র দশকে ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাদার সাংবাদিক হিসেবে ’৯০-এর দশকে সাপ্তাহিক যায়যায়দিনে যোগদান করেন। পরে রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম লেখক হিসেবে তিনি পরিচিতি পান। সাংবাদিকতা ছাড়াও তিনি কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন।