শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য মোহামেডানের

মতিঝিলের বাফুফে ভবন থেকে সামান্য দূরত্বে মোহামেডান ক্লাব। পায়ে হাঁটা দূরত্ব হলেও বাদ্যযন্ত্র বাজিয়ে, প্রায় শ’খানেক সমর্থক নিয়ে বাফুফে ভবনে আসে সাদা কালো দলটি। নতুনত্ব ছিল মোহামেডানের সাদা কালো টি-শার্টে। মোহামেডান লীগ শিরোপা জয়ের সালগুলো (১৯ বার) লেখা ছিল টি-শার্টের উপর। একই দিনে শেখ রাসেল, পুলিশ ফুটবল ক্লাব, সাইফ স্পোটিং আনুষ্ঠানিক দলবদল করলেও দলবদলের আমেজ দিয়েছে একমাত্র মোহামেডানই।

দেড় মাস ধরে দলবদল চললেও শেষ দিকে এসে তোড়জোড় শুরু হয়েছে ক্লাবগুলোর। গতকাল ছিল দেশি-বিদেশি ফুটবলার নিবন্ধনের শেষ দিন। বুধবার দলবদল করে মোহামেডান। গত দুই মৌসুমে সাদা কালোরা কিছুটা আড়ম্বরভাবে দলবদলে অংশ নেয়। এবারও এর ধারাবাহিকতা ছিল। ক্লাবের সমর্থক ছাড়াও কয়েকজন খেলোয়াড়, সিনিয়র কর্মকর্তা, কোচিং স্টাফের অনেকেই এসেছিলেন দলবদলে। আসন্ন মৌসুমেও কাগজে-কলমে মোহামেডান পাচ-ছয় নম্বরে। এরপরও মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লী গতবারের চেয়ে ভালো করতে চান। তার কথায়, ‘ আমরা গত আসরে এক পয়েন্টের জন্য চতুর্থ হতে পারিনি। এবার অবশ্যই চতুর্থ এবং এর চেয়ে উপরে উঠার লক্ষ্য। গত বার আমাদের স্কোরিংয়ে সমস্যা ছিল। এবার সেখানে ভালো মানের বিদেশি নিয়েছি।’ মোহামেডান গত আসরের বিদেশিদের মধ্যে শুধু মালির সুলেমান দিয়াবাতেকে রেখেছে। নতুন তিন বিদেশি এনেছে মেসোডোনিয়ান, নাইজেরিয়ান থেকে। এক যুগ পর আবার মোহামেডানে ফিরেছেন মামুনুল ইসলাম। 

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ , ১০ অগ্রহায়ণ ১৪২৮ ১৯ রবিউস সানি ১৪৪৩

শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য মোহামেডানের

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাফুফে ভবনে দলবদল শেষে বক্তব্য রাখছেন মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ - সংগৃহীত

মতিঝিলের বাফুফে ভবন থেকে সামান্য দূরত্বে মোহামেডান ক্লাব। পায়ে হাঁটা দূরত্ব হলেও বাদ্যযন্ত্র বাজিয়ে, প্রায় শ’খানেক সমর্থক নিয়ে বাফুফে ভবনে আসে সাদা কালো দলটি। নতুনত্ব ছিল মোহামেডানের সাদা কালো টি-শার্টে। মোহামেডান লীগ শিরোপা জয়ের সালগুলো (১৯ বার) লেখা ছিল টি-শার্টের উপর। একই দিনে শেখ রাসেল, পুলিশ ফুটবল ক্লাব, সাইফ স্পোটিং আনুষ্ঠানিক দলবদল করলেও দলবদলের আমেজ দিয়েছে একমাত্র মোহামেডানই।

দেড় মাস ধরে দলবদল চললেও শেষ দিকে এসে তোড়জোড় শুরু হয়েছে ক্লাবগুলোর। গতকাল ছিল দেশি-বিদেশি ফুটবলার নিবন্ধনের শেষ দিন। বুধবার দলবদল করে মোহামেডান। গত দুই মৌসুমে সাদা কালোরা কিছুটা আড়ম্বরভাবে দলবদলে অংশ নেয়। এবারও এর ধারাবাহিকতা ছিল। ক্লাবের সমর্থক ছাড়াও কয়েকজন খেলোয়াড়, সিনিয়র কর্মকর্তা, কোচিং স্টাফের অনেকেই এসেছিলেন দলবদলে। আসন্ন মৌসুমেও কাগজে-কলমে মোহামেডান পাচ-ছয় নম্বরে। এরপরও মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লী গতবারের চেয়ে ভালো করতে চান। তার কথায়, ‘ আমরা গত আসরে এক পয়েন্টের জন্য চতুর্থ হতে পারিনি। এবার অবশ্যই চতুর্থ এবং এর চেয়ে উপরে উঠার লক্ষ্য। গত বার আমাদের স্কোরিংয়ে সমস্যা ছিল। এবার সেখানে ভালো মানের বিদেশি নিয়েছি।’ মোহামেডান গত আসরের বিদেশিদের মধ্যে শুধু মালির সুলেমান দিয়াবাতেকে রেখেছে। নতুন তিন বিদেশি এনেছে মেসোডোনিয়ান, নাইজেরিয়ান থেকে। এক যুগ পর আবার মোহামেডানে ফিরেছেন মামুনুল ইসলাম।