বেশিরভাগ ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী

কয়েক জায়গায় বিদ্রোহী ও স্বতন্ত্র জয়ী

বিচ্ছিন্ন সহিংসতার মধ্যদিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনী সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩০টি কেন্দ্রে। গুলি ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনাও ঘটেছে।

গত রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট।

রাজশাহী : রাজশাহীর ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১০টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪ জন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগে আরেক ইউনিয়ের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সব মিলিয়ে পাঁচ ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার। অন্য ৮টি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী এবং ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে মাত্র ৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি ১০টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে। ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে মো. রেজাউল হাসনাত দুদু নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। এখানে ২ জন স্বতন্ত্র বিএনপি জয়ী হয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আওয়ামী লীগ থেকে ৬ জন, আওয়ামী লীগ বিদ্রোহী থেকে ৫ জন, বিএনপি স্বতন্ত্র থেকে ৩ জন, জাতীয় পার্টি থেকে ১ জন ও স্বতন্ত্র থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সরাইলের ৯টি, নবীনগরে ১৩টি এবং বাঞ্ছারামপুরে ১০টি ইউনিয়ন রয়েছে। বাঞ্ছারামপুরের একটি ইউনিয়নে চেয়ারম্যানসহ সব পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর ফলে গত রোববার এ উপজেলায় চেয়ারম্যান পদে কেবল ৩টি ইউনিয়ন এবং চেয়ারম্যান ছাড়া বাকি দুই পদে ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নবীনগরে ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রেহী) ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর বাঞ্ছারামপুরের তিন ইউনিয়নের মধ্যে ৩টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

পাবনা : পাবনার ৩ উপজেলায় ২৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯ জন ও ৭ জন স্বতন্ত্র প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নওগাঁ : জেলার দুই উপজেলার ২২টি ইউনিয়নে নৌকা প্রতীকে আটজন এবং স্বতন্ত্র প্রার্থী ১৪ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী ১১ জন বিজয়ী হয়েছেন।

খুলনা : খুলনার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের বেসরকারি ফলাফলে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জানা গেছে, রাইপুর ইউনিয়নে গোলাম সাকলায়েন ছেপু (নৌকা), ষোলটাকা ইউনিয়নে আনোয়ার পাশা (আওয়ামী লীগের বিদ্রোহী) ও কাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহা. আলম হুসাইন বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বালীয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া জেলার পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রংপুর : রংপুরের তিন উপজেলায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এবার ১৩ ইউনিয়নের সাতটিতে বিদ্রোহী, চারটিতে নৌকা, একটিতে মশাল এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখানে তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে একটি আওয়ামী লীগ ও একটিতে জাসদের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি তিনটির মধ্যে দুজন বিদ্রোহী এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

কাউনিয়া উপজেলায় ছয়টির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং বাকিগুলোতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে নির্বাচনে ৬ জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৪টি আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনটিতে বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে আগেই বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনীয়া ও হাটহাজারী উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী চেয়ারমান পদে ১৮ জন এবং বিদ্রোহী প্রার্থী ৮ জন বিজয়ী হয়েছেন। একই দিন রাউজানেও নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়া এ উপজেলার ১৪টি ইউনিয়নে মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীতে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮ জন নৌকা প্রতীকে বাকিরা স্বতস্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

হবিগঞ্জ : হবিগঞ্জের দুই উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আট জন এবং বিদ্রোহী ও স্বতন্ত্র ১৩ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরের ১০টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তিনজন এবং জাতীয় পার্টির একজন ও বিদ্রোহী ও স্বতন্ত্র ৬ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই জেলায় নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৬ জন এবং জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের চার জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যশোর : যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৫ জন এবং জাতীয় পার্টির একজন ও বিদ্রোহী ও স্বতন্ত্র ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৮ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ও স্বতন্ত্র ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলার বাঘারপাড়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৬ জন এবং জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা : কুমিল্লায় ২৮টি ইউনিয়নের ফলাফলের মধ্যে ১৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ১৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। ২টি ইউনিয়নে ফলাফল স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী, নাগরপুর ও মধুপুর উপজেলায় ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৬ জন ও চারটিতে স্বতন্ত্র ও চারটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩ জন নির্বাচিত হলেও ৪ জনই পরাজিত হয়েছেন। অপর একটিতে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। যে কারণে আবারও ওই ইউনিয়নে ভোট হবে বলে ঘোষণা দিয়েছেন। তবে কবে হবে সেটি জানানো হয়নি। জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩ জন এবং আ’লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটিতে দুই প্রার্থী সমান ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন।

বরিশাল : বরিশালে ভোটের লড়াইয়ে তিন ইউপির দুটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুইজন, জাতীয় পার্টি মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চারজন জয়ী হয়েছেন।

ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলার সাত ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সেখানকার পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় ৭ ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এবং অপরটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা এবং ৪টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বেশি বিজয়ী হয়েছেন। ৭টি ইউপির মধ্যে চারটি দখলে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর বাকি তিনটি পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ফুলবাড়ি উপজেলায় ৭টি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হলেও অন্য চারটি ইউনিয়ন জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নবাবগঞ্জের ৯টি ইউনিয়নে ৮টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা ও একটিতে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছে।

কুড়িগ্রাম : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর ও নাগেশ্বরী উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের দুজন চেয়ারম্যান প্রার্থীর একজনের প্রার্থিতা বাতিল হলে ভোটের দুদিন আগে ওই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী রেদওয়ানুল হক দুলাল। বাকি ছয় ইউনিয়নের মধ্যে ২টি আওয়ামী লীগ একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১টি জাতীয় পার্টি সমর্থিত ও স্বতন্ত্র ২ জন।

এদিকে জেলার ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে ৩টি আওয়ামী লীগ ও তিনটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার নাগেশ্বরী উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৩টি আওয়ামী লীগ সমর্থিত ও বাকিগুলো জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জের ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা মাত্র দুটিতে জয় পেয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরের সব কটি আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন। বিএনপির নেতারা স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ছয়টিতে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’রা পাঁচটিতে ও জাতীয় পাটির (জাপা) প্রার্থীরা দুটিতে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ : তৃতীয় ধাপে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও ত্রিশাল উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদ নিবাচনের ফলাফলে আ’লীগ মনোনীত নৌকা ১৪টি ও স্বতন্ত্র ১১ ও লাঙল প্রতীকের একজন প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া ত্রিশালের রামপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

বেশিরভাগ ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী

কয়েক জায়গায় বিদ্রোহী ও স্বতন্ত্র জয়ী

নিজস্ব বার্তা পরিবেশক

বিচ্ছিন্ন সহিংসতার মধ্যদিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনী সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩০টি কেন্দ্রে। গুলি ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনাও ঘটেছে।

গত রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট।

রাজশাহী : রাজশাহীর ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১০টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪ জন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগে আরেক ইউনিয়ের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সব মিলিয়ে পাঁচ ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার। অন্য ৮টি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী এবং ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে মাত্র ৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি ১০টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে। ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে মো. রেজাউল হাসনাত দুদু নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। এখানে ২ জন স্বতন্ত্র বিএনপি জয়ী হয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আওয়ামী লীগ থেকে ৬ জন, আওয়ামী লীগ বিদ্রোহী থেকে ৫ জন, বিএনপি স্বতন্ত্র থেকে ৩ জন, জাতীয় পার্টি থেকে ১ জন ও স্বতন্ত্র থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সরাইলের ৯টি, নবীনগরে ১৩টি এবং বাঞ্ছারামপুরে ১০টি ইউনিয়ন রয়েছে। বাঞ্ছারামপুরের একটি ইউনিয়নে চেয়ারম্যানসহ সব পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর ফলে গত রোববার এ উপজেলায় চেয়ারম্যান পদে কেবল ৩টি ইউনিয়ন এবং চেয়ারম্যান ছাড়া বাকি দুই পদে ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নবীনগরে ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রেহী) ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর বাঞ্ছারামপুরের তিন ইউনিয়নের মধ্যে ৩টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

পাবনা : পাবনার ৩ উপজেলায় ২৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯ জন ও ৭ জন স্বতন্ত্র প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নওগাঁ : জেলার দুই উপজেলার ২২টি ইউনিয়নে নৌকা প্রতীকে আটজন এবং স্বতন্ত্র প্রার্থী ১৪ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী ১১ জন বিজয়ী হয়েছেন।

খুলনা : খুলনার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের বেসরকারি ফলাফলে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জানা গেছে, রাইপুর ইউনিয়নে গোলাম সাকলায়েন ছেপু (নৌকা), ষোলটাকা ইউনিয়নে আনোয়ার পাশা (আওয়ামী লীগের বিদ্রোহী) ও কাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহা. আলম হুসাইন বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বালীয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া জেলার পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রংপুর : রংপুরের তিন উপজেলায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এবার ১৩ ইউনিয়নের সাতটিতে বিদ্রোহী, চারটিতে নৌকা, একটিতে মশাল এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখানে তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে একটি আওয়ামী লীগ ও একটিতে জাসদের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি তিনটির মধ্যে দুজন বিদ্রোহী এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

কাউনিয়া উপজেলায় ছয়টির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং বাকিগুলোতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে নির্বাচনে ৬ জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৪টি আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনটিতে বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে আগেই বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনীয়া ও হাটহাজারী উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী চেয়ারমান পদে ১৮ জন এবং বিদ্রোহী প্রার্থী ৮ জন বিজয়ী হয়েছেন। একই দিন রাউজানেও নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়া এ উপজেলার ১৪টি ইউনিয়নে মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীতে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮ জন নৌকা প্রতীকে বাকিরা স্বতস্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

হবিগঞ্জ : হবিগঞ্জের দুই উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আট জন এবং বিদ্রোহী ও স্বতন্ত্র ১৩ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরের ১০টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তিনজন এবং জাতীয় পার্টির একজন ও বিদ্রোহী ও স্বতন্ত্র ৬ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই জেলায় নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৬ জন এবং জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের চার জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যশোর : যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৫ জন এবং জাতীয় পার্টির একজন ও বিদ্রোহী ও স্বতন্ত্র ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৮ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ও স্বতন্ত্র ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলার বাঘারপাড়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৬ জন এবং জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা : কুমিল্লায় ২৮টি ইউনিয়নের ফলাফলের মধ্যে ১৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ১৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। ২টি ইউনিয়নে ফলাফল স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী, নাগরপুর ও মধুপুর উপজেলায় ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৬ জন ও চারটিতে স্বতন্ত্র ও চারটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩ জন নির্বাচিত হলেও ৪ জনই পরাজিত হয়েছেন। অপর একটিতে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। যে কারণে আবারও ওই ইউনিয়নে ভোট হবে বলে ঘোষণা দিয়েছেন। তবে কবে হবে সেটি জানানো হয়নি। জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩ জন এবং আ’লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটিতে দুই প্রার্থী সমান ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন।

বরিশাল : বরিশালে ভোটের লড়াইয়ে তিন ইউপির দুটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুইজন, জাতীয় পার্টি মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চারজন জয়ী হয়েছেন।

ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলার সাত ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সেখানকার পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় ৭ ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এবং অপরটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা এবং ৪টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বেশি বিজয়ী হয়েছেন। ৭টি ইউপির মধ্যে চারটি দখলে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর বাকি তিনটি পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ফুলবাড়ি উপজেলায় ৭টি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হলেও অন্য চারটি ইউনিয়ন জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নবাবগঞ্জের ৯টি ইউনিয়নে ৮টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা ও একটিতে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছে।

কুড়িগ্রাম : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর ও নাগেশ্বরী উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের দুজন চেয়ারম্যান প্রার্থীর একজনের প্রার্থিতা বাতিল হলে ভোটের দুদিন আগে ওই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী রেদওয়ানুল হক দুলাল। বাকি ছয় ইউনিয়নের মধ্যে ২টি আওয়ামী লীগ একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১টি জাতীয় পার্টি সমর্থিত ও স্বতন্ত্র ২ জন।

এদিকে জেলার ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে ৩টি আওয়ামী লীগ ও তিনটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার নাগেশ্বরী উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৩টি আওয়ামী লীগ সমর্থিত ও বাকিগুলো জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জের ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা মাত্র দুটিতে জয় পেয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরের সব কটি আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন। বিএনপির নেতারা স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ছয়টিতে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’রা পাঁচটিতে ও জাতীয় পাটির (জাপা) প্রার্থীরা দুটিতে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ : তৃতীয় ধাপে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও ত্রিশাল উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদ নিবাচনের ফলাফলে আ’লীগ মনোনীত নৌকা ১৪টি ও স্বতন্ত্র ১১ ও লাঙল প্রতীকের একজন প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া ত্রিশালের রামপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।