নবান্ন উৎসব, মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ

মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধানকাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। দেশের প্রাচীনতম উৎসবগুলোর একটি নবান্ন উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব অনুষ্ঠান ও উৎসব পালিত হয়ে থাকে, নবান্ন তার অন্যতম। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন মাঠে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল বিকেলে রাউজান পৌরসভার ব্যবস্থপনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, শওকত হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জান্নতুল ফেরদৌস ডলি, জেবুন্নেসা প্রমুখ।

অনুষ্ঠানে হরেক রকমের পিঠা- পায়েসের প্রদর্শনীর আয়োজন করা হয় এবং হা-ডু-ডুসহ ঐতিহ্যবাহী বেশকিছু খেলার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ধান কেটে উৎসবের উদ্বোধন করেন।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

নবান্ন উৎসব, মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ

image

আমন ধানের মৌসুমে কৃষকদের ধান কাটার উৎসব -সংবাদ

মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধানকাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। দেশের প্রাচীনতম উৎসবগুলোর একটি নবান্ন উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব অনুষ্ঠান ও উৎসব পালিত হয়ে থাকে, নবান্ন তার অন্যতম। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন মাঠে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল বিকেলে রাউজান পৌরসভার ব্যবস্থপনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, শওকত হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জান্নতুল ফেরদৌস ডলি, জেবুন্নেসা প্রমুখ।

অনুষ্ঠানে হরেক রকমের পিঠা- পায়েসের প্রদর্শনীর আয়োজন করা হয় এবং হা-ডু-ডুসহ ঐতিহ্যবাহী বেশকিছু খেলার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ধান কেটে উৎসবের উদ্বোধন করেন।