খালেদার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ আজ

দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুরে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। আজ দুপুর একটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

গতকাল বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে এসেছেন। গত রোবাবার মেডিকেল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে যা তুলে ধরেছেন তা উদ্বেগজনক।’

সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলেছেন। প্রচ- এক ঝুঁকির মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে তার বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন’ বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

খালেদার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব বার্তা পরিবেশক

দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুরে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। আজ দুপুর একটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

গতকাল বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে এসেছেন। গত রোবাবার মেডিকেল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে যা তুলে ধরেছেন তা উদ্বেগজনক।’

সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলেছেন। প্রচ- এক ঝুঁকির মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে তার বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন’ বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।