আবার পতন শেয়ারবাজারে, সূচক কমলো ৯২ পয়েন্ট

আগের কার্যদিবসে কিছুটা উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ব্যাপক পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসইতে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯২.২৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমে ছয় হাজার ৭০৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫.৩২ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫১.১০ পয়েন্ট বা ১.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৫.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ৫১৬.২৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গতকাল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির বা ১৭.৫২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৬টির বা ৭১.৭০ শতাংশের এবং ৪০টি বা ১০.৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬২.৯০ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১৪.৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সিএসইতে ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৭ লাখ ৮ হাজার ১৭২টি শেয়ার ৬২ বার হাত বদলের মাধ্যমে ৪৭ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৬টির বা ৭১.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, সুহৃদের ৫.০৩ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪.৯১ শতাংশ, জেনেক্সের ৪.৯১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৮২ শতাংশ, এটলাস বাংলাদেশর ৪.৮১ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির বা ১৭.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯০.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮.২০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯.৭০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৩৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৯৮ শতাংশ, আমান কটনের ৫.১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৭৯ শতাংশ এবং বিডি থাইয়ের শেয়ার দর ৪.০৮ শতাংশ বেড়েছে।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

আবার পতন শেয়ারবাজারে, সূচক কমলো ৯২ পয়েন্ট

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসে কিছুটা উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ব্যাপক পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসইতে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯২.২৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমে ছয় হাজার ৭০৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫.৩২ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫১.১০ পয়েন্ট বা ১.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৫.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ৫১৬.২৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গতকাল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির বা ১৭.৫২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৬টির বা ৭১.৭০ শতাংশের এবং ৪০টি বা ১০.৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬২.৯০ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১৪.৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সিএসইতে ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৭ লাখ ৮ হাজার ১৭২টি শেয়ার ৬২ বার হাত বদলের মাধ্যমে ৪৭ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৬টির বা ৭১.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, সুহৃদের ৫.০৩ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪.৯১ শতাংশ, জেনেক্সের ৪.৯১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৮২ শতাংশ, এটলাস বাংলাদেশর ৪.৮১ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির বা ১৭.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯০.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮.২০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯.৭০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৩৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৯৮ শতাংশ, আমান কটনের ৫.১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৭৯ শতাংশ এবং বিডি থাইয়ের শেয়ার দর ৪.০৮ শতাংশ বেড়েছে।