পীরগাছায় রেলওয়ের জমি দখলের মহোৎসব চলছে

রেল কর্তৃপক্ষের নিরব ভূমিকায় পীরগাছায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলের হিরিক চলছে। দখলদাররা রেলওয়ের ভূমি দখলে নেওয়ায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে রেল লাইনসহ রেলওয়ের অন্যান্য অবকাঠামো। বিশাল এলাকা হয়ে যাচ্ছে পানিবন্দী।

সরেজমিনে দেখা যায়, পীরগাছা রেলস্টেশন চত্বরসহ পীরগাছা উপজেলার রেলওয়ের অনেক বাণিজ্যিক জমি দখলে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও অবৈধ দখল মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না। অনেকেই স্টেশনে হাট বসিয়ে খাজনা উঠাচ্ছেন, কেউবা মসজিদের নামে কালেকশন করছেন। স্টেশন প্ল্যাটফর্মে অবৈধভাবে অনেকেই ব্যবসা করছেন। কেউবা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি চালাচ্ছেন। রেলওয়ের জমি দখলে নেয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই মধ্যে পীরগাছার চৌধুরানী রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রায় ৪০ শতাংশ বাণিজ্যিক জমি একটি প্রভাবশালী মহল দখলে নিয়ে অবকাঠামো তৈরি করছেন। স্থানীয় সচেতন মহলের মোবাইলে অভিযোগের প্রেক্ষিতে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্নেন্দ দেব ১০৮০ (একহাজার আশি) বর্গফুট রেলওয়ের জায়গা বেদখল হওয়ায় গত ২৬ অক্টোবর ২০২১ রেলওয়ে থানা বোনার পাড়ায় দুইজনকে বিবাদী করে একটি এজাহার দাখিল করেন। কিন্তু অজ্ঞাত কারণে, অদ্যবধি দাখিলকৃত এজাহারটিকে রেলওয়ে বোনারপাড়া থানায় মামলা হিসেবে রুজু করা হয়নি। ভূসম্পত্তি কর্মকর্তা পূর্নেন্দদেব আক্ষেপ করে বলেন, আমি লালমনির হাটে যোগদানের পর হইতে প্রায় ৫০টির মত এজাহার দাখিল করেছি। মামলা রুজু হয়েছে মাত্র ১০-১৫টি।

অনুসন্ধানে জানা যায়, দখলকৃত জায়গাটির দখলদার ইতিপূর্বে ৩০ শতাংশ বাণিজ্যিক জমিকে কৃষি হিসেবে লিজ নিয়ে বিশাল বিশাল ইমারত তৈরি করেছেন। কৃষি জমি হিসেবে লিজ গ্রহণ করে বাণিজ্যিক হিসেবে ইমারত নির্মাণ করায় রেল কর্তৃপক্ষ বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। লিজ গ্রহণ করা জমির উত্তরে রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্বে ময়েজ বাবুর কমার্শিয়াল মার্কেট, দক্ষিণে রিয়া স্টুডিও ও পশ্চিমে ব্যক্তিমালিকানা জমি। দখলকৃত জায়গার তদারকিকারী হারুন-অর-রশিদ বলেন, রিয়া স্টুডিও সহ আমরা বেশ কিছু জমির পজিশন ক্রয় করে ইমারত নির্মাণ করছি। জমি দখলকারী আরিফুল ইসলাম ও শহিদুল কাদের পাটোয়ারী বলেন আমাদের ক্রয় করা জমিতে আমরা কাজ করছি। তবে, বৈধ কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলছে। পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার আলমগীর মিয়া বলেন, প্লাফর্মে মোটর সাইকেল ও ভ্যান চালাতে বাধা দেয়ায় প্রায় দিনই ঝগড়ায় জড়িয়ে যান পথচারিরা।

বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়া থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত বলেন আমি একটি এজাহার পেয়েছি। সরেজমিন তদন্ত করে মামলা হওয়ার মত প্রয়োজনীয়তা বোধ হলে মামলাটি রুজু করবো।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

পীরগাছায় রেলওয়ের জমি দখলের মহোৎসব চলছে

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

image

পীরগাছা (রংপুর) : রেলের জমিতে অবাধে স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা -সংবাদ

রেল কর্তৃপক্ষের নিরব ভূমিকায় পীরগাছায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলের হিরিক চলছে। দখলদাররা রেলওয়ের ভূমি দখলে নেওয়ায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে রেল লাইনসহ রেলওয়ের অন্যান্য অবকাঠামো। বিশাল এলাকা হয়ে যাচ্ছে পানিবন্দী।

সরেজমিনে দেখা যায়, পীরগাছা রেলস্টেশন চত্বরসহ পীরগাছা উপজেলার রেলওয়ের অনেক বাণিজ্যিক জমি দখলে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও অবৈধ দখল মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না। অনেকেই স্টেশনে হাট বসিয়ে খাজনা উঠাচ্ছেন, কেউবা মসজিদের নামে কালেকশন করছেন। স্টেশন প্ল্যাটফর্মে অবৈধভাবে অনেকেই ব্যবসা করছেন। কেউবা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি চালাচ্ছেন। রেলওয়ের জমি দখলে নেয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই মধ্যে পীরগাছার চৌধুরানী রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রায় ৪০ শতাংশ বাণিজ্যিক জমি একটি প্রভাবশালী মহল দখলে নিয়ে অবকাঠামো তৈরি করছেন। স্থানীয় সচেতন মহলের মোবাইলে অভিযোগের প্রেক্ষিতে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্নেন্দ দেব ১০৮০ (একহাজার আশি) বর্গফুট রেলওয়ের জায়গা বেদখল হওয়ায় গত ২৬ অক্টোবর ২০২১ রেলওয়ে থানা বোনার পাড়ায় দুইজনকে বিবাদী করে একটি এজাহার দাখিল করেন। কিন্তু অজ্ঞাত কারণে, অদ্যবধি দাখিলকৃত এজাহারটিকে রেলওয়ে বোনারপাড়া থানায় মামলা হিসেবে রুজু করা হয়নি। ভূসম্পত্তি কর্মকর্তা পূর্নেন্দদেব আক্ষেপ করে বলেন, আমি লালমনির হাটে যোগদানের পর হইতে প্রায় ৫০টির মত এজাহার দাখিল করেছি। মামলা রুজু হয়েছে মাত্র ১০-১৫টি।

অনুসন্ধানে জানা যায়, দখলকৃত জায়গাটির দখলদার ইতিপূর্বে ৩০ শতাংশ বাণিজ্যিক জমিকে কৃষি হিসেবে লিজ নিয়ে বিশাল বিশাল ইমারত তৈরি করেছেন। কৃষি জমি হিসেবে লিজ গ্রহণ করে বাণিজ্যিক হিসেবে ইমারত নির্মাণ করায় রেল কর্তৃপক্ষ বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। লিজ গ্রহণ করা জমির উত্তরে রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্বে ময়েজ বাবুর কমার্শিয়াল মার্কেট, দক্ষিণে রিয়া স্টুডিও ও পশ্চিমে ব্যক্তিমালিকানা জমি। দখলকৃত জায়গার তদারকিকারী হারুন-অর-রশিদ বলেন, রিয়া স্টুডিও সহ আমরা বেশ কিছু জমির পজিশন ক্রয় করে ইমারত নির্মাণ করছি। জমি দখলকারী আরিফুল ইসলাম ও শহিদুল কাদের পাটোয়ারী বলেন আমাদের ক্রয় করা জমিতে আমরা কাজ করছি। তবে, বৈধ কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলছে। পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার আলমগীর মিয়া বলেন, প্লাফর্মে মোটর সাইকেল ও ভ্যান চালাতে বাধা দেয়ায় প্রায় দিনই ঝগড়ায় জড়িয়ে যান পথচারিরা।

বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়া থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত বলেন আমি একটি এজাহার পেয়েছি। সরেজমিন তদন্ত করে মামলা হওয়ার মত প্রয়োজনীয়তা বোধ হলে মামলাটি রুজু করবো।