নান্দাইলে সেতু ভেঙে ২ টুকরো দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার ব্রিজ ভেঙ্গে পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এতে ওই এলাকার জনসাধারনের নিত্যদিনের যোগাযোগ ব্যবস্থাটি একেবারে অচল হয়ে পড়ায় হাটবাজারে বিভিন্ন খাদ্য দ্রব্য, জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্য সেবা নেয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। প্রায় চার কিলোমিটার ঘুরে গন্তব্য পৌঁছাতে হচ্ছে। এছাড়া স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা এই দুর্ভোগে পড়েছে। নান্দাইল উপজেলা সদর বা পার্শ¦বর্তী জেলা কিশোরগঞ্জ সদরে যেতে তাদের একমাত্র অবলম্বন এই রাস্তাটি। সরজমিন গিয়ে দেখা যায়, সিংরইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোরাঘাটের মাঝখানে বড়বাড়ির সামনে অবস্থিত এই ব্রিজটি। ব্রিজটি পূর্বেই থেকে ঝুঁকিপূর্ণ ছিল। তবে কয়েকদিন আগে পাথরবাহী একটি গাড়ি এ ব্রিজের ওপরে উঠলে তা ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙ্গে দুই টুকরো হয়ে মাঝখানে বিরাট ফাঁকের সৃষ্টি হয়েছে। ফলে ছোট-বড় কোন ধরনের যানবাহনই চলাচল করতে পারছে না এ রাস্তা দিয়ে। তবে শুকনো মৌসুম থাকায় ব্রিজের পাশে ধান খেত দিয়ে নেমে বহুকষ্টে গাড়ি-ভ্যান ইত্যাদি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গ্রামীণ রাস্তা দিয়ে বড় ধরনের গাড়ি তথা ভারী যানবাহন চলাচল করায় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার একমাত্র কারন। জনগুরুত্বপূর্ণ রাস্তার এই ব্রীজটি জরুরী ভিত্তিতে পুনরায় নির্মাণ করার জন্য বা দ্রুত বাইপাস রাস্তার ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছেন এলাকাবাসী।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

নান্দাইলে সেতু ভেঙে ২ টুকরো দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)

image

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার ব্রিজ ভেঙ্গে পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এতে ওই এলাকার জনসাধারনের নিত্যদিনের যোগাযোগ ব্যবস্থাটি একেবারে অচল হয়ে পড়ায় হাটবাজারে বিভিন্ন খাদ্য দ্রব্য, জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্য সেবা নেয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। প্রায় চার কিলোমিটার ঘুরে গন্তব্য পৌঁছাতে হচ্ছে। এছাড়া স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা এই দুর্ভোগে পড়েছে। নান্দাইল উপজেলা সদর বা পার্শ¦বর্তী জেলা কিশোরগঞ্জ সদরে যেতে তাদের একমাত্র অবলম্বন এই রাস্তাটি। সরজমিন গিয়ে দেখা যায়, সিংরইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোরাঘাটের মাঝখানে বড়বাড়ির সামনে অবস্থিত এই ব্রিজটি। ব্রিজটি পূর্বেই থেকে ঝুঁকিপূর্ণ ছিল। তবে কয়েকদিন আগে পাথরবাহী একটি গাড়ি এ ব্রিজের ওপরে উঠলে তা ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙ্গে দুই টুকরো হয়ে মাঝখানে বিরাট ফাঁকের সৃষ্টি হয়েছে। ফলে ছোট-বড় কোন ধরনের যানবাহনই চলাচল করতে পারছে না এ রাস্তা দিয়ে। তবে শুকনো মৌসুম থাকায় ব্রিজের পাশে ধান খেত দিয়ে নেমে বহুকষ্টে গাড়ি-ভ্যান ইত্যাদি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গ্রামীণ রাস্তা দিয়ে বড় ধরনের গাড়ি তথা ভারী যানবাহন চলাচল করায় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার একমাত্র কারন। জনগুরুত্বপূর্ণ রাস্তার এই ব্রীজটি জরুরী ভিত্তিতে পুনরায় নির্মাণ করার জন্য বা দ্রুত বাইপাস রাস্তার ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছেন এলাকাবাসী।