মুক্তালয় এর ২৫ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন নার্গিস

আজ ১ ডিসেম্বর “মুক্তালয় নাট্যাঙ্গন” এর ২৫ বছর পূর্তি। এই উপলক্ষে সন্ধ্যা ৫.৩০টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ঢাকায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশীত স্বল্পদৈর্ঘ্য নাটক “চতুর ভোলা” মঞ্চায়ন এবং থিয়েটার আড্ডার আয়োজন করেছে মুক্তালয় নাট্যাঙ্গন।

একই সঙ্গে “মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১” প্রদান করা হবে। এবারে এ সম্মাননা পদক পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নিবেদিতপ্রাণ মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী নার্গিস। আরও থাকছে মঞ্চের পেছনের কলাকূশলীদের জন্য সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক পাচ্ছেন সেট ডিজাইনার সেলিম, লাইট ডিজাইনার সবুজ ভূঁইয়া, আকবর হোসেন, মেকআপ আর্টিস্ট আলতাফ মাহমুদ সুবল ও রেবতী দাস। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সকলের জন্য উন্মোক্ত থাকবে।

এ যাবৎ ১১টি নাটকের দুই শতাধিক মঞ্চায়ন করেছে মুক্তালয়।

উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশীত “ফাঁদ”, “রক্তঝরা দিনগুলো”, “আর কলঙ্ক নয়”, “ইসকুলে ভর্তি হই এখনি”, “ঘুন”, “মুক্তি”, “চতুর ভোলা”, “আকালের কাব্য”, “এ যুগের আলাদিন”।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

মুক্তালয় এর ২৫ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন নার্গিস

বিনোদন প্রতিবেদক

image

আজ ১ ডিসেম্বর “মুক্তালয় নাট্যাঙ্গন” এর ২৫ বছর পূর্তি। এই উপলক্ষে সন্ধ্যা ৫.৩০টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ঢাকায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশীত স্বল্পদৈর্ঘ্য নাটক “চতুর ভোলা” মঞ্চায়ন এবং থিয়েটার আড্ডার আয়োজন করেছে মুক্তালয় নাট্যাঙ্গন।

একই সঙ্গে “মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১” প্রদান করা হবে। এবারে এ সম্মাননা পদক পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নিবেদিতপ্রাণ মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী নার্গিস। আরও থাকছে মঞ্চের পেছনের কলাকূশলীদের জন্য সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক পাচ্ছেন সেট ডিজাইনার সেলিম, লাইট ডিজাইনার সবুজ ভূঁইয়া, আকবর হোসেন, মেকআপ আর্টিস্ট আলতাফ মাহমুদ সুবল ও রেবতী দাস। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সকলের জন্য উন্মোক্ত থাকবে।

এ যাবৎ ১১টি নাটকের দুই শতাধিক মঞ্চায়ন করেছে মুক্তালয়।

উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশীত “ফাঁদ”, “রক্তঝরা দিনগুলো”, “আর কলঙ্ক নয়”, “ইসকুলে ভর্তি হই এখনি”, “ঘুন”, “মুক্তি”, “চতুর ভোলা”, “আকালের কাব্য”, “এ যুগের আলাদিন”।