কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের আয়োজনে গতকাল বেলা ১২টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জিন্নাত আরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ রাজশাহী মহানগরীর ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা।

এ সময় বিক্ষোভকারীরা শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও ৬ দফা দাবি জানান।

উল্লেখ্য সানজিদা খাতুন (১৮) সদর উপজেলার লালমনিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং রাজশাহী সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় অ্যাসিডসন্ত্রাসের শিকার হন সানজিদা। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অ্যাসিডে তার পুরো মুখম-ল ঝলসে গেছে।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের আয়োজনে গতকাল বেলা ১২টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জিন্নাত আরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ রাজশাহী মহানগরীর ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা।

এ সময় বিক্ষোভকারীরা শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও ৬ দফা দাবি জানান।

উল্লেখ্য সানজিদা খাতুন (১৮) সদর উপজেলার লালমনিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং রাজশাহী সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় অ্যাসিডসন্ত্রাসের শিকার হন সানজিদা। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অ্যাসিডে তার পুরো মুখম-ল ঝলসে গেছে।