শিশুসহ ২৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত

এডিস মশার কামড়ে গত ১১ মাসে শিশুসহ ২৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৮ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৩৭৩ জন। প্রতিদিন অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

শিশুসহ ২৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব বার্তা পরিবেশক

এডিস মশার কামড়ে গত ১১ মাসে শিশুসহ ২৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৮ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৩৭৩ জন। প্রতিদিন অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।