টেস্ট চ্যাম্পিয়নশিপ কঠিন সংগ্রাম করতে হবে মোমিনুলদের

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমেও বাংলাদেশ দলের স্থান হয় তলানিতে। অর্জন ছিল মাত্র ২০ পয়েন্ট। গত মৌসুমে বাংলাদেশের কিছু সুযোগ থাকলেও এবার মোমিনুলের জন্য সাফল্য পাওয়াটা বেশ কঠিন। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারতের।

উপমহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের মূল শক্তি স্পিন আক্রমণ নিয়ে লড়াই করতে নামলে উল্টো বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। যেহেতু প্রতিপক্ষ দলগুলো স্পিন খুব ভালো সামলাতে জানে।

এর বাইরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে ভিন্ন কন্ডিশনে। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে কঠিন সংগ্রামের মুখে পড়তে হবে। তবে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে সুযোগ ছিল ম্যাচটি ড্র করে পয়েন্ট তুলে নেয়ার। কিন্তু ব্যাটিং-ব্যর্থতায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই পুরনো গল্পই মঞ্চস্থ হয়েছে।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ কঠিন সংগ্রাম করতে হবে মোমিনুলদের

ক্রীড়া বার্তা পরিবেশক

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমেও বাংলাদেশ দলের স্থান হয় তলানিতে। অর্জন ছিল মাত্র ২০ পয়েন্ট। গত মৌসুমে বাংলাদেশের কিছু সুযোগ থাকলেও এবার মোমিনুলের জন্য সাফল্য পাওয়াটা বেশ কঠিন। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারতের।

উপমহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের মূল শক্তি স্পিন আক্রমণ নিয়ে লড়াই করতে নামলে উল্টো বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। যেহেতু প্রতিপক্ষ দলগুলো স্পিন খুব ভালো সামলাতে জানে।

এর বাইরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে ভিন্ন কন্ডিশনে। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে কঠিন সংগ্রামের মুখে পড়তে হবে। তবে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে সুযোগ ছিল ম্যাচটি ড্র করে পয়েন্ট তুলে নেয়ার। কিন্তু ব্যাটিং-ব্যর্থতায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই পুরনো গল্পই মঞ্চস্থ হয়েছে।