শৈলকুপায় আ’লীগ প্রার্থীর গাড়িবহরে হামলা অগ্নিসংযোগ : আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন। সংঘর্ষে আজিবর মেম্বর, আব্দুল আলিম, ফারুক ও বিপ্লবসহ ৫ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে পুরাতন বাখরবার গ্রামে বাবার করব জিয়ারত শেষে কাতলাগাড়ী বাজার হয়ে শৈলকুপা ফিরছিলেন। কাতলাগাড়ী বাজার অতিক্রম করার সময় দলীয় মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা হামলা চালিয়ে তার তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপু পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামী কাতলাগাড়ী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় ৬নং সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকেরা। এ সময় তার কয়েক কর্মী সমর্থক তাদের হামলায় আহত হয় বলে তিনি জানান । শৈলকুপা থানার উপ-পরিদর্শক সামছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ২৪ অগ্রহায়ণ ১৪২৮ ৪ জমাদিউল আউয়াল

শৈলকুপায় আ’লীগ প্রার্থীর গাড়িবহরে হামলা অগ্নিসংযোগ : আহত ৫

জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন। সংঘর্ষে আজিবর মেম্বর, আব্দুল আলিম, ফারুক ও বিপ্লবসহ ৫ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে পুরাতন বাখরবার গ্রামে বাবার করব জিয়ারত শেষে কাতলাগাড়ী বাজার হয়ে শৈলকুপা ফিরছিলেন। কাতলাগাড়ী বাজার অতিক্রম করার সময় দলীয় মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা হামলা চালিয়ে তার তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপু পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামী কাতলাগাড়ী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় ৬নং সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকেরা। এ সময় তার কয়েক কর্মী সমর্থক তাদের হামলায় আহত হয় বলে তিনি জানান । শৈলকুপা থানার উপ-পরিদর্শক সামছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।