উর্মি-স্মৃতি মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র (অনূর্ধ্ব-১৯) সিরিজের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। গতকাল ফাইনালে স্বদেশি ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯, ১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি মোহাম্মদ সিগবাত উল্লাহ- মোসা. ফারহানা ইসলাম এমু জুটিকে হারান।

মিশ্র দ্বৈতের স্বদেশি মো.নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেন। রাজীব চন্দ্রদাস- স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১, ৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তারা।

পুরুষ দ্বৈতে মোহাম্মদ সিগবাত উল্লাহ-গৌরব সিংহ জুটি ২১-১৩, ২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ- মো.সাগর শেখ জুটিকে এবং নাজমুল ইসলাম জয়-বাবু মো.রাসেল জুটি ১৮-২১, ২১-১৬, ২১-১৪ পয়েন্টে নিজ দেশের আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে ফাইনালে পৌঁছান।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ২৪ অগ্রহায়ণ ১৪২৮ ৪ জমাদিউল আউয়াল

বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টন

উর্মি-স্মৃতি মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন

ক্রীড়া বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র (অনূর্ধ্ব-১৯) সিরিজের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। গতকাল ফাইনালে স্বদেশি ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯, ১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি মোহাম্মদ সিগবাত উল্লাহ- মোসা. ফারহানা ইসলাম এমু জুটিকে হারান।

মিশ্র দ্বৈতের স্বদেশি মো.নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেন। রাজীব চন্দ্রদাস- স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১, ৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তারা।

পুরুষ দ্বৈতে মোহাম্মদ সিগবাত উল্লাহ-গৌরব সিংহ জুটি ২১-১৩, ২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ- মো.সাগর শেখ জুটিকে এবং নাজমুল ইসলাম জয়-বাবু মো.রাসেল জুটি ১৮-২১, ২১-১৬, ২১-১৪ পয়েন্টে নিজ দেশের আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে ফাইনালে পৌঁছান।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।